সিএআইয়ের পূর্বাভাস

ভারতে তুলা উৎপাদন বাড়তে পারে ১৩.৬%

বণিক বার্তা ডেস্ক

ভারতে তুলা বাজারের হালচাল নিয়ে মাসভিত্তিক প্রতিবেদন প্রকাশ করে কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সিএআই) সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০১৯ সালের সর্বশেষ প্রতিবেদন। এতে জানানো হয়েছে, চলতি মৌসুমে দেশটিতে ৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার বেল (প্রতি বেলে ১৭০ কেজি) তুলা উৎপাদন হতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ১৩ দশমিক ৬ শতাংশ বেশি। খবর ইকোনমিক টাইমস।

সিএআইয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে দেশটি থেকে মোট ৪২ লাখ বেল তুলা আন্তর্জাতিক বাজারে রফতানি হতে পারে। এ সময় দেশটি আমদানি করতে পারে ১৫ লাখ বেল তুলা। অভ্যন্তরীণ ব্যবহার দাঁড়াতে পারে ৩ কোটি ৩১ লাখ বেলে। এদিকে সমাপনী মজুদ ৩০ লাখ বেলে স্থির হতে পারে।

ভারত বিশ্বের শীর্ষ তুলা উৎপাদনকারী দেশ। প্রতি বছরের অক্টোবরে দেশটিতে তুলা মৌসুম শুরু হয়। চলে পরের বছরের সেপ্টেম্বর পর্যন্ত। সর্বশেষ প্রতিবেদনে আগের মাসের তুলনায় দেশটির সামগ্রিক তুলা উৎপাদন প্রাক্কলন অপরিবর্তিত রেখেছে সিএআই। তবে রাজ্যভিত্তিক উৎপাদন পূর্বাভাসে রদবদল এনেছে।

এ প্রতিবেদনে দেশটির উত্তরাঞ্চলের তুলা উৎপাদন প্রাক্কলন দুই লাখ বেল কমিয়েছে প্রতিষ্ঠানটি। মূলত রাজস্থানে উৎপাদন কমায় এ অঞ্চলের সম্মিলিত উৎপাদন কমবে। সিএআইয়ের তথ্য অনুযায়ী, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানসহ উত্তরাঞ্চল সম্মিলিতভাবে ৬১ লাখ বেল তুলা উৎপাদন করতে পারে। আগের প্রতিবেদনে এর পরিমাণ ছিল ৬৩ লাখ বেল।

এদিকে দ্বিতীয় শীর্ষ তুলা উৎপাদনকারী প্রদেশ মহারাষ্ট্রে পণ্যটির উৎপাদন দুই লাখ বেল বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। চলতি মৌসুমে রাজ্যটিতে ৮৫ লাখ বেল তুলা উৎপাদন হতে পারে। আগের প্রাক্কলনে এর পরিমাণ ছিল ৮৩ লাখ বেল। মহারাষ্ট্র নিয়ে পুরো মধ্যাঞ্চলে (গুজরাট ও মধ্যপ্রদেশসহ) কৃষিপণ্যটির উৎপাদন ১ কোটি ৯৭ লাখ বেলে উন্নীত হতে পারে। আগের মাসের প্রতিবেদনে এ পরিমাণ ছিল ১ কোটি ৯৫ লাখ বেল। এদিকে ভারতের দক্ষিণাঞ্চলে চলতি মৌসুমে ৯২ লাখ বেল তুলা উৎপাদন হতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন