সান্তা রিতা খনি থেকে নিকেল উত্তোলন আবার শুরু

নিকেলের দাম কম থাকার কারণে ২০১৫ সালে সান্তা রিতা খনি থেকে উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেয় ব্রাজিলের আটলান্টিক নিকেল। তবে সম্প্রতি খনিটি থেকে আবারো বাণিজ্যিক উত্তোলন শুরু করেছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে প্রতিষ্ঠানটি খনিটি থেকে ১১ হাজার টন নিকেল উত্তোলন করেছে, যা থেকে চলতি মাসেই বিক্রি শুরু করবে আটলান্টিক নিকেল। ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়াতে অবস্থিত খনিটির বার্ষিক উত্তোলন সক্ষমতা ৬৫ লাখ টন। সূত্র: মাইনিং ডটকম

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন