এয়ার ইন্ডিয়া বেসরকারীকরণের সিদ্ধান্ত চূড়ান্ত

ভারতের কয়েকটি মন্ত্রণালয় মিলে মঙ্গলবার রাষ্ট্রীয় মালিকানাধীন আকাশসেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার সম্পূর্ণ সরকারি অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন বিকল্প প্যানেলটি আকাশসেবা সংস্থার সম্ভাব্য ক্রেতাদের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) অনুমোদন করেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সংবাদপত্রে এ ব্যাপারে বিজ্ঞাপন দেয়া হবে। সম্ভাব্য ক্রেতাদের কাছে প্রস্তাবটি আরো আকর্ষণীয় করতে ঋণ জর্জরিত এয়ার ইন্ডিয়ার প্রায় ২০ হাজার কোটি রুপি অতিরিক্ত ঋণ ও দায় পৃথক করার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০১৮-১৯ অর্থবছরে এয়ার ইন্ডিয়ার ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ হাজার ৩৫১ কোটি রুপি। এ নিয়ে তৃতীয়বার এয়ার ইন্ডিয়া বেসরকারীকরণের উদ্যোগ গ্রহণ করা হলো।            সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন