সর্বোচ্চ আয়ের অ্যানিমেটেড ছবি ‘ফ্রোজেন টু’

ফিচার ডেস্ক

২০২০ সালের প্রথম থেকেই ডিজনি বক্স অফিস রেকর্ড ভাঙতে শুরু করে। ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওর প্রতিবেদন অনুযায়ী, দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার আয় করে ফ্রোজেন টু বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়ের অ্যানিমেশন ছবির তালিকায় স্থান করে নিয়েছে। আয়ের দিক থেকে ছবি ফ্রোজেন ইনক্রিডেবলস টুকেও পেছনে ফেলে দিয়েছে। এর আগে ফ্রোজেন দশমিক ২৮  ইনক্রিডেবলস টু দশমিক ২৪  বিলিয়ন ডলার আয় করে। অ্যানিমেশন ছবির তালিকায় ফ্রোজেন, ফ্রোজেন টু ওইনক্রিডেবলস টু তিন ছবি এখন পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে।

২০১৩ সালে নির্মিত ফ্রোজেন-এর সিক্যুয়াল ফ্রোজেন টু। ফ্রোজেন - ক্রিস্টেন বেল আইডিনা মেনজেল অভিনয় করেন। এলসা আনা দুই বোনের গল্প নিয়ে ছবিটি নির্মিত। এলসার রয়েছে এক জাদুকরী ক্ষমতা। এলসাকে উদ্ধার করতে যায় আনা। দুঃসাহসিক অভিযানের কাহিনী নিয়েই এগিয়ে যায় ছবির গল্প। এবার ফ্রোজেন টু-তে দেখা যায়, এলসা আনা বড় হয়েছে। তাই কোনো কিছু করার আগে এলসা অনেকবার ভাবে। মা-বাবাকে হারিয়ে বোন আনা বন্ধুবান্ধবদের নিয়েই তার জীবন। ছবিতে নতুন একটি দুঃসাহসিক অভিযানেও যেতে দেখা যায় তাদের।

এবারের সিক্যুয়ালে কণ্ঠ দিয়েছেন ইভান রেইচেল উড, স্টার্লিং কে ব্রাউন, আলফ্রেড মোলিনা, মার্থা প্লিম্পটন, জেরেমি সিস্টো, জশ গ্যাড জ্যাশন রিটার।

এদিকে স্টার ওয়ার্স: দ্য রাইজ অব দ্য স্কাইওয়াকার  বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে ডিজনির সপ্তম আয়ের চলচ্চিত্র হতে চলেছে। এটি বর্তমানে ২০১৯ সালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় রয়েছে। অ্যাভেঞ্জার্স: এন্ড গেম  দ্য লায়ন কিং-এর পরে আয়ের দিক থেকে ডিজনির মালিকানাধীন তিনটি ছবি শীর্ষ তালিকায় রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন