বিইউপির ওপেনিং কনভোকেশন অ্যান্ড ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২০ শিক্ষাবর্ষেরওপেনিং কনভোকেশন অ্যান্ড ফ্রেশার্স রিসেপশন-২০২০গতকাল রাজধানীর মিরপুর সেনানিবাসের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ উল বারী। সমাবর্তন বক্তা ছিলেন বিইউপিরবঙ্গবন্ধু চেয়ার’-এর অধ্যাপক . সৈয়দ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার।

অনুষ্ঠানের শুরুতে বিইউপির প্রতিটি অনুষদের নির্ধারিত প্রতিনিধি নিজস্ব পতাকা বহন করেন এবং অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান শিক্ষকরা পতাকা বহনের মাধ্যমে তাদের আসন গ্রহণ করেন। জাতীয় সংগীত পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বিইউপির উপাচার্য তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবোধসহ সততা নৈতিক মূল্যবোধ বজায় রাখা, ক্যাম্পাসকে সব ধরনের মাদকমুক্ত রাখাসহ বিভিন্ন নিয়মকানুন তুলে ধরেন। পাশাপাশি ছাত্রদের পাঠে মনোযোগী হয়ে এবং রাজনৈতিক কর্মকাণ্ডমুক্ত থেকে দেশের চলমান উন্নয়নে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেন। এরপর উপাচার্য ২০২০ শিক্ষাবর্ষের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক . আবুল কাশেম মজুমদারসহ উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, নবীন শিক্ষার্থী তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।আইএসপিআর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন