এটলাসের নতুন প্লান্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে এটলাস বাংলাদেশ লিমিটেডের নতুন প্লান্ট। এখানে দৈনিক সংযোজন হবে টিভিএস ব্র্যান্ডের ২০০ মোটরসাইকেল। গতকাল টঙ্গীতে এটলাস বাংলাদেশ লিমিটেডের (এবিএল) নতুন প্লান্ট উদ্বোধন করেন প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এটলাস বাংলাদেশ লিমিটেড টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত করপোরেট পার্টনার চুক্তির আওতায় নতুন সংযোজন প্লান্ট স্থাপন করা হয়।

গতকাল এবিএল প্রাঙ্গণে মোটরসাইকেলের আধুনিক সংযোজন প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ইস্পাত প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সময় এবিএলের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম, এবিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মুজিবুর রহমান এবং শিল্প মন্ত্রণালয় বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন