আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২০

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, মেড়ার টেকের নাদিম মিয়ার সঙ্গে একই এলাকার খোরশেদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকালে জমি থেকে কচুরিপানা তুলে পাশের জমির আইলে রাখেন নাদিম মিয়ার লোকজন। সময় উত্তরপাড়ার খোরশেদের লোকজন বাধা দেন। নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে নাদিম, সুমন, মোস্তফা, হোসনে আরা, ছাত্তার, গাফফার, হাবিবুর, ইসমাইল, রফিক, মিঠুন, মনির, আল-মেহের, আব্দুল আলী, নুরজাহান, আজাহার, আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন খোরশেদের সহযোগী মিঠুন জানান, প্রতিপক্ষ নাদিম ফসলি জমিতে কচুরিপানার স্তূপ করে রাখেন। এতে ফসলের ক্ষতি হচ্ছিল। জমি থেকে কচুরিপানার স্তূপ সরিয়ে নিতে বললে হামলা চালানো হয়। পরে তাকে রক্ষা করতে পরিবারের অন্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে তার পরিবারের অন্তত আটজন সদস্য আহত হয়েছেন।

আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করতে পুলিশ পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন