২০ হাজার কোটি ডলার বাজারমূল্য হারিয়েছে সৌদি আরামকো

বণিক বার্তা ডেস্ক

শেয়ারবাজারে ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) ছাড়ার পর রেকর্ড ২০ হাজার কোটি ডলার বাজারমূল্য হারিয়েছে সৌদি আরামকো। গত সপ্তাহে মার্কিন বিমান হামলায় ইরানের সবচেয়ে ক্ষমতাবান জেনারেলের মৃত্যুর পর তেহরানের পাল্টা হামলার ভয়ে বিনিয়োগকারীরা শেয়ার ক্রয়ে অনাগ্রহ দেখানোয় শেয়ারদরে পতন হয়েছে। খবর সিএনএন বিজনেস।

ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানির হত্যার পর সৌদি আরামকোর শেয়ারদর শতাংশ পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ভূমধ্যসাগরীয় মিত্র সৌদি আরবের তেল স্থাপনায় তেহরানের হামলার ভয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭০ ডলারে দাঁড়ালেও আরামকোর শেয়ারদরে পতন হয়েছে। গত ডিসেম্বরে ইতিহাসের বৃহত্তম আইপিও ছাড়ার পর থেকেই আরামকোর শেয়ারদরে পতন লক্ষ করা গেছে। গত ১৬ ডিসেম্বর শেয়ারদর শীর্ষে পৌঁছানোর পর গত সোমবার ১০ শতাংশ পতন হয়েছে। এতে কোম্পানিটি ২০ হাজার কোটি ডলার বাজারমূল্য হারিয়েছে।

বিনিয়োগকারীদের উদ্বেগ, প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনায় বা তাদের কম্পিউটার নেটওয়ার্কে হানা দিতে পারে ইরান। সোলেইমানি হত্যাকাণ্ডে  ভূরাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং সোদি আরামকোতে বৈদেশিক বিনিয়োগকে সংকুচিত করতে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগ ব্যাংক টেলিমারের দুবাইভিত্তিক হেড অব ইকুইটি স্ট্র্যাটেজি হাসনাইন মালিক।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সাইবার হামলার মাধ্যমে পাল্টা জবাব দিতে পারে ইরান। দেশটির সাইবার সক্ষমতা বেড়েছে এবং অতীতে জেপি মরগান চেজ, ব্যাংক অব আমেরিকা (বিওএ) ওয়েলস ফার্গোর মতো প্রধান ব্যাংকগুলোয় হামলা চালিয়েছে তারা।

২০১২ সালে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে সৌদি আরামকো যখন ৩৫ হাজারেরও বেশি কম্পিউটারের তথ্য আংশিক বা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছিল। কোম্পানির অবকাঠামোতে আরেকটি সাইবার হামলার ঝুঁকি রয়েছে। গত সেপ্টেম্বরে সৌদি আরবের তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানকে দোষারোপ করে ওয়াশিংটন, যদিও তা অস্বীকার করেছিল উপসাগরীয় দেশটি। ওই হামলার পর সৌদি আরবের তেল উত্তোলন অর্ধেক হ্রাস পেয়েছিল।

মালিক বলেন, সৌদি আরামকোর শেয়ারদর নির্ভর করছে স্থানীয় আঞ্চলিক বিনিয়োগকারীদের অব্যাহত সহায়তার ওপর। গত ১১ ডিসেম্বর হাজার ৫৬০ কোটি ডলারের আইপিওতে অংশগ্রহণকারীদের বেশির ভাগই সৌদি নাগরিক, কোম্পানি ব্যবসায় প্রতিষ্ঠান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন