রাজস্ব ঘাটতিতে ২ ট্রিলিয়ন রুপি ব্যয় কমাচ্ছে ভারত

বণিক বার্তা ডেস্ক

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম বড় আকারের রাজস্ব ঘাটতির মুখে রয়েছে ভারত সরকার। ফলে সরকার চলতি অর্থবছরের জন্য ট্রিলিয়ন রুপি পর্যন্ত ব্যয় কমাতে পারে বলে বিষয় সংশ্লিষ্ট তিনটি সরকারি সূত্র জানিয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

বেসরকারি বিনিয়োগ ঘাটতির কারণে ছয় বছরের সবচেয়ে মন্থর প্রবৃদ্ধির মধ্যে রয়েছে এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনীতি ভারত। ফলে সরকারের ব্যয় সংকোচন পরিকল্পনায় দেশটির প্রবৃদ্ধি আরো ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু প্রায় দশমিক ট্রিলিয়ন রুপি রাজস্ব ঘাটতির কারণে সরকারের সামনে ঘাটতিগ্রহণযোগ্য সীমা মধ্যে রাখার খুব কম বিকল্প রয়েছে বলে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

সরকারি পরিসংখ্যান অনুসারে, গত বছরের নভেম্বর পর্যন্ত ২৭ দশমিক ৮৬ ট্রিলিয়ন রুপি  লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় ৬৫ শতাংশ ব্যয় করেছে ভারত সরকার। তবে অক্টোবর নভেম্বরে সরকারকে ব্যয়ের গতি কমাতে দেখা গেছে। সরকার ট্রিলিয়ন রুপি ব্যয় কমালে তা হবে চলতি অর্থবছরের জন্য মোট ব্যয় লক্ষ্যমাত্রার প্রায় শতাংশ।

গত অক্টোবর নভেম্বরে সরকারি ব্যয় বেড়েছে দশমিক ট্রিলিয়ন রুপি, যা সেপ্টেম্বরে ব্যয়িত দশমিক ট্রিলিয়ন রুপির প্রায় অর্ধেক। উল্লেখ্য, ভারতের অর্থবছর এপ্রিল শুরু ৩১ মার্চ শেষ হয়।

চাহিদার ঘাটতি অর্থনীতিতে দুর্বল করপোরেট আয় প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছর রাজস্ব আহরণে পিছিয়ে পড়েছে দেশটি। বিশ্লেষকদের মতে, ভারতের প্রবৃদ্ধি আরো ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে।

ভারতের নেতৃস্থানীয় আর্থিক সেবা প্রতিষ্ঠান এলঅ্যান্ডটি ফিন্যান্সিয়ালের প্রধান অর্থনীতিবিদ রুপা রেগে নিতসুরি বলেন, বেসরকারি বিনিয়োগ যখন এত পরিমাণ মন্থর হয়েছে, তখন তা অবশ্যই প্রবৃদ্ধিকে আরো নিচে নামিয়ে আনবে।

প্রবৃদ্ধি চাঙ্গা করতে গত ফেব্রুয়ারি থেকে মোট ১৩৫ বেসিস পয়েন্ট সুদহার কমিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) তা সত্ত্বেও ২০১৯ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি টানা ছয় প্রান্তিকের মতো মন্থর হয়ে দশমিক শতাংশে দাঁড়ায়।

এমনকি গত বছর ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের আকস্মিকভাবে করপোরেট করহার কর্তনের পদক্ষেপও অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগ চাঙ্গা করতে ব্যর্থ হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি বৃদ্ধি নিয়ে আরো উদ্বিগ্ন হয়ে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক। আরবিআই ডিসেম্বরের নীতিনির্ধারণী বৈঠকে সুদহার অপরিবর্তিত রাখলেও চলতি অর্থবছরের জন্য প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়ে শতাংশ করেছে, যা এক দশকের মধ্যে সর্বনিম্ন।

সরকার রাজস্ব ঘাটতির পরিমাণ জিডিপির দশমিক শতাংশের নিচে রাখতে চাচ্ছে বলে সূত্র জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন