বিশ্বের শীর্ষ বাজারে গত বছর গাড়ি বিক্রির হালচাল

১. জার্মান গাড়ি নির্মাণ ২৩ বছরের সর্বনিম্নে

জার্মানির গাড়ি নির্মাণ ২৩ বছরের সর্বনিম্নে দাঁড়িয়েছে। বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের পরিপ্রেক্ষিতে রফতানি হ্রাসের ফলে ইউরোপের বৃহত্তম এ অর্থনীতির গাড়ি নির্মাণ হ্রাস পেয়েছে। খবর ব্লুমবার্গ।

ফক্সওয়াগন, বিএমডব্লিউ ও ডাইমলারের মতো গাড়ি নির্মাতা কোম্পানিগুলো গত বছর ৪৬ লাখ ৬০ হাজার গাড়ি নির্মাণ করেছে, যা ১৯৯৬ সালের পর সর্বনিম্ন। দেশটির ভিডিএ গাড়ি লবি প্রতিষ্ঠানের সোমবার প্রকাশিত উপাত্তে বলা হয়েছে, ৯ শতাংশ গাড়ি নির্মাণ হ্রাসের পেছনে আন্তর্জাতিক বাজারে চাহিদায় পতন বড় ভূমিকা পালন করেছে। ম্যানুফ্যাকচারিং খাতে বৈশ্বিক শক্তিঘর হিসেবে জার্মানির উত্থানের পেছনে প্রধান ভূমিকা পালন করেছে গাড়ি খাত। কিন্তু দূষণ উদ্বেগ, বাণিজ্যবিরোধ ও শ্লথগতির অর্থনীতির কারণে চাহিদায় পতন হয়েছে। ব্যয়সংকোচনের লক্ষ্যে কর্মী ছাঁটাইয়ের পথ মাড়িয়েছে ডাইমলার, ফক্সওয়াগন এবং যন্ত্রাংশ সরবরাহকারী কন্টিনেন্টাল এজি।

২. জাপানে নতুন গাড়ি বিক্রি কমেছে ১.৫%

২০১৯ সালে জাপানে নতুন গাড়ি বিক্রি ১ দশমিক ৫০ শতাংশ কমে ৫১ লাখ ৯৫ হাজার ২১৬ ইউনিটে দাঁড়িয়েছে। বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ ও ভোক্তা কর বৃদ্ধিতে শ্লথগতির চাহিদায় গাড়ি বিক্রি তিন বছরের মধ্যে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে এ সংক্রান্ত শিল্প সংগঠন। খবর জাপান টুডে।

জাপান অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন সোমবার জানায়, মিনি কার বা ছোট গাড়ি বাদে সামগ্রিক গাড়ি বিক্রি ১ দশমিক ৯০ শতাংশ কমে ৩২ লাখ ৮৪ হাজার ৮৭০ ইউনিটে দাঁড়িয়েছে। ব্র্যান্ড হিসেবে নিশান গাড়ি বিক্রি সর্বোচ্চ ১৩ দশমিক ৮০ শতাংশ কমে ৩ লাখ ৬৭ হাজার ৫১৪ ইউনিটে দাঁড়িয়েছে। ২০১৮ সালের নভেম্বরে নিশানের সাবেক চেয়ারম্যান কার্লোস গোনের গ্রেফতারের মধ্য দিয়ে শুরু হওয়া নেতৃত্বের সংকট এতে প্রভাব রেখেছে। টয়োটা মোটর করপোরেশনের অবশ্য গাড়ি বিক্রি ২ দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৫ লাখ ১০ হাজার ৭৪১ ইউনিটে দাঁড়িয়েছে। অন্যদিকে হোন্ডার গাড়ি বিক্রি ৫ দশমিক ৪০ শতাংশ কমে ৩ লাখ ৫৭ হাজার ২৪২ ইউনিটে দাঁড়িয়েছে।

৩. যুক্তরাজ্যে বিক্রীত গাড়ির কার্বন নিঃসরণ বেড়েছে

গত বছর যুক্তরাজ্যে বিক্রীত গাড়ির কার্বন নিঃসরণ টানা তৃতীয় বছরের মতো বেড়েছে। ডিজেলচালিত গাড়ি বিক্রি হ্রাস পেলেও স্পোর্টস ইউটিলিটি ভেহিকলের (এসইউভি) ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ব্রিটেনের জলবায়ু লক্ষ্যমাত্রা পূরণের আশাবাদ ভেস্তে যাচ্ছে। খবর গার্ডিয়ান।

গত বছর কার্বন নিঃসরণ বছরওয়ারি ২ দশমিক ৭০ শতাংশ বেড়ে প্রতি কিলোমিটারে ১২৭ দশমিক ৯ গ্রামে দাঁড়িয়েছে বলে জানায় গাড়ি শিল্পের একটি প্রতিষ্ঠান। ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক প্রস্তাবিত কিলোমিটারপ্রতি ৯৫ গ্রাম কার্বন লক্ষ্যমাত্রার চেয়ে যা অনেক বেশি। আগামী বছরগুলোয়ও নতুন গাড়ি বিক্রিতে ওই লক্ষ্যমাত্রার নিচে ব্রিটেনের কার্বন নিঃসরণের বাধ্যবাধকতা রয়েছে। সরকারি হিসাবে দেখা গেছে যুক্তরাজ্যের মোট কার্বন নিঃসরণের ১৮ শতাংশ অবদান গাড়ি শিল্পের।

সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স বলছে, যুক্তরাজ্যে সার্বিক গাড়ি বিক্রি বছরওয়ারি ২ দশমিক ৪০ শতাংশ কমে ২৩ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। ব্রেক্সিট অনিশ্চয়তা এবং ডিজেলচালিত গাড়ির চাহিদা পতন গাড়ি বিক্রি হ্রাসে প্রধান ভূমিকা পালন করেছে বলে জানায় জোটটি।

৪. যুক্তরাষ্ট্রের জিএমের বিক্রি হ্রাস পেয়েছে

কয়েকটি মডেলের গাড়ি বিক্রি বন্ধ হওয়া এবং লাভজনক পিকআপ ট্রাক ও ফুল সাইজ এসইউভির বিক্রি হ্রাসে ২০১৯ সালে জেনারেল মোটরসের (জিএম) গাড়ি বিক্রি হ্রাস পেয়েছে। খবর সিএনবিসি।

গত বছর প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রি পূর্ববর্তী বছরের তুলনায় ২ দশমিক ৩০ শতাংশ কমে ২৯ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। একই সঙ্গে বছরের শেষ দিকে জিএম শ্রমিকদের ধর্মঘটের জেরে চতুর্থ প্রান্তিকে গাড়ি বিক্রি পূর্ববর্তী বছরের একই প্রান্তিকের তুলনায় ৬ দশমিক ৩০ শতাংশ কমে ৭ লাখ ৩৫ হাজার ৯০৯ ইউনিটে দাঁড়িয়েছে। ২০১৯ সালে ডেট্রয়েটভিত্তিক কোম্পানিটির বিউইক, ক্যাডিলাক ও জিএমসি ব্র্যান্ডের গাড়ি বিক্রি স্থির ছিল বা কিছুটা বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানিটির জনপ্রিয় ব্র্যান্ড শেভ্রলেট সিলভারেদো বিক্রি ৩ দশমিক ৮০ শতাংশ কমেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন