স্যামসাংয়ের পরবর্তী ফোন

নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য নতুন দুটি মডেলের স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে স্যামসাং। দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস১০ লাইট গ্যালাক্সি নোট১০ লাইট ডিভাইস। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ নাগাদ বিশ্বজুড়ে দুটি মডেলের ডিভাইস কিনতে পারবেন গ্রাহকরা। দুটি স্মার্টফোনেই দশমিক ইঞ্চি ফুল এইচডি প্লাস স্ক্রিন রেখেছে স্যামসাং। রয়েছে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে হোল-পাঞ্চ ডিজাইন। গ্যালাক্সি এস১০ লাইটে ব্যবহার করা হয়েছে ৭এনএম অক্টা-কোর প্রসেসর। অন্যদিকে গ্যালাক্সি নোট১০ লাইটে রয়েছে ১০এনএম অক্টা-কোর এসওসি প্রসেসর। রয়েছে গিগাবাইটের র্যাম ১২৮ গিগাবাইট মেমোরি। দুটো স্মার্টফোনের ব্যাটারির সক্ষমতা হাজার ৫০০ মিলিঅ্যাম্পিফায়ার। গ্যালাক্সি এস১০ লাইট গ্যালাক্সি নোট১০ লাইট দুটি ডিভাইস রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। গ্যালাক্সি এস১০ লাইটের মূল ক্যামেরাটি ৮৪ মেগাপিক্সেলের। সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর। অন্যদিকে নোট১০ লাইটে ১২ মেগাপিক্সেলের তিনটি পৃথক ইমেজ সেন্সর রয়েছে। দুটো স্মার্টফোনেই রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফলে সেলফিপ্রেমীরা স্যামসাংয়ের দুই মডেলের স্মার্টফোন ব্যবহার করে আরো ঝকঝকে সেলফি তুলতে পারবেন। সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন