নজর কেড়েছে যেসব নতুন প্রযুক্তি পণ্য

বৈশ্বিক উদ্ভাবনের মঞ্চ বিবেচিত হয় সিইএস। প্রতি বছর মঞ্চে টেক জগতের জায়ান্টরা তাদের উদ্ভাবিত সর্বশেষ প্রযুক্তি পণ্য প্রদর্শন করে। প্রদর্শন থেকেই ধারণা পাওয়া যায়, বছরজুড়ে প্রযুক্তি পণ্যের হালচাল কেমন হবে। টেক জগতের ব্যবসায়ী, উদ্ভাবক, শীর্ষ কর্মকর্তা, নীতিনির্ধারক, বিশ্লেষকসহ হর্তাকর্তাদের মিলনমেলাও বলা চলে মঞ্চকে। এবারের সিইএস আসর বসেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে, -১৯ জানুয়ারি। এবারের মঞ্চে নতুন যেসব প্রযুক্তি পণ্য দর্শনার্থীদের নজর কেড়েছে


স্মার্ট টুথব্রাশ

২০১৯ সালজুড়ে টেক জগতে স্মার্ট টুথব্রাশ নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। প্রযুক্তি পণ্যটি জনপ্রিয়তাও পেয়েছে বেশ। এর রেশ ধরে এবারের সিইএস মঞ্চে নতুন দুটি স্মার্ট টুথব্রাশ এনেছে ওরাল-বি কোলগেট। ওরাল-বি স্মার্ট টুথব্রাশটির নাম ওরাল-বি আইও। এটি একবার চার্জ দিয়ে ১২ দিনের বেশি একনাগাড়ে ব্যবহার সম্ভব। স্মার্ট টুথব্রাশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয়েছে, যা দাঁতের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতে ব্যবহারকারীকে সহায়তা করবে। পণ্যটির দাম ২২০ ডলার। অন্যদিকে কোলগেটের পণ্যটির নাম প্ল্যাগলেস প্রো। এটিও দাঁতের যত্নে ব্যবহারকারীদের সর্বাধুনিক সেবা নিশ্চিত করবে।



আসুসের গেমিং ল্যাপটপ

 

এবারের সিইএস মঞ্চে টেক জায়ান্ট আসুস নতুন একটি গেমিং ল্যাপটপ প্রদর্শন করেছে। আরওজি জেফ্রাস জি১৪ মডেলের ল্যাপটপ ১৭ দশমিক মিলিমিটার পাতলা। ওজন দশমিক কেজি। ফলে এটি সহজেই বহন করা যাবে। ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক এলইডি প্রযুক্তি। গেমপ্রেমীদের কাছে ল্যাপটপের সর্বশেষ সংস্করণ তুমুল জনপ্রিয়তা পাবে বলে আশা করছে আসুস। বছরের মাঝামাঝি সময়ে ল্যাপটপটি কিনতে পারবেন ক্রেতারা। প্রাথমিকভাবে সাদা ধূসর দুটি রঙে পাওয়া যাবে আরওজি জেফ্রাস জি১৪।


স্যামসাং গ্যালাক্সি ক্রোমবুক


 

প্রথমবারের মতো গ্যালাক্সি সিরিজের ক্রোমবুক প্রদর্শন করেছে স্যামসাং। স্বাভাবিকভাবেই এবারের সিইএস মঞ্চে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাংয়ের পণ্যটি নিয়ে আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গ্যালাক্সি ক্রোমবুকে ১৩ দশমিক ইঞ্চির অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে যুক্ত করেছে স্যামসাং। রয়েছে দশম প্রজন্মের ইন্টেল কোর আই- প্রসেসর। ডিভাইসটি দশমিক মিলিমিটার পাতলা। ফলে ক্রোমবুকটি দেখতে  বেশ আকর্ষণীয়। রয়েছে এস পেন। ওজন দশমিক শূন্য কেজি। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পণ্যটি বাণিজ্যিকভাবে বাজারে আসতে পারে। একেকটি গ্যালাক্সি ক্রোমবুকের ভিত্তিমূল্য হতে পারে ৯৯৯ ডলার।

 

নিকনের ডি৭৮০ ডিএসএলআর


 

এবারের সিইএস আসরে ক্যামেরা ক্যাটাগরিতে আলোচনার জন্ম দিয়েছে জাপানি কোম্পানি নিকন। কোম্পানিটি প্রদর্শন করেছে সর্বাধুনিক প্রযুক্তির নিকন ডি৭৮০ ফুল ফ্রেম ডিএসএলআর ক্যামেরা। এতে যুক্ত করা হয়েছে অন-সেন্সর ফেস ডিটেকশন অটোফোকাস (পিডিএএফ) প্রযুক্তি। রয়েছে ২৪ দশমিক মেগাপিক্সেল বিএসআই সিএমওএস সেন্সর নিকন এক্সপিড ইমেজ প্রসেসর, যা ছবিতে মুখমণ্ডল চোখকে আরো নিখুঁতভাবে শনাক্ত করতে পারবে। রয়েছে ৪কে ভিডিও প্রযুক্তি। লেন্সসহ একেকটি নিকন ডি৭৮০ ডিএসএলআর ক্যামেরা কিনতে ক্রেতাদের হাজার ডলারের বেশি গুনতে হবে। একই মঞ্চে নিকন নিয়ে এসেছে জেড-মাউন্ট এফ-মাউন্ট নামের নতুন দুটি লেন্স।

 

            সিনেট, সিএনএন, ইন্ডিয়া টুডে অবলম্বনে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন