নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করা সরকারের লক্ষ্য —কৃষিমন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি গাজীপুর

নিরাপদ পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী . মো. আব্দুর রাজ্জাক। গতকাল সকালে গাজীপুরের জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) আয়োজিতকৃষক-উদ্যোগ: বাণিজ্যিক কৃষির উদীয়মান চালকশীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, কৃষিকে যান্ত্রিকীকরণ বাণিজ্যিকীকরণ করতে হবে, এতে কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে লাভবান হতে পারবেন। আমরা নিরাপদ পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করতে চাই। এজন্য কৃষির ওপর আমরা গুরুত্বারোপ করেছি। আমরা যদি সবাই আন্তরিকতা নিষ্ঠার সঙ্গে কাজ করি, তবে সবক্ষেত্রেই উন্নতি সুশাসন নিশ্চিত করতে পারব।

কৃষিমন্ত্রী বলেন, গত বছর অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে কৃষকরা ঠিকমতো পেঁয়াজ ওঠাতে পারেননি। পেঁয়াজ পচনশীলদ্রব্য। ভারত থেকে যে পরিমাণ পেঁয়াজ আমদানি করার কথা তা আমরা করতে পারিনি। ভারতও পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে। তাই পেঁয়াজের দাম বেড়ে গেছে। পেঁয়াজের দাম বেশি থাকায় কৃষকরা মৌসুমে পাতাসহ পেঁয়াজ বিক্রি করায় ঘাটতি দেখা দিয়েছে। তাই পেঁয়াজের দাম কমছে না।

নাটার ভারপ্রাপ্ত মহাপরিচালক . মো. আবু সাইদ মিয়ার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর . এমএ সাত্তার মণ্ডল। সেমিনারে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরউজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অধ্যাপক . মো. আব্দুল মান্নান আকন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক . মো. আব্দুল মুয়িদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন