এ বছরের মাঝামাঝি লেভেল-থ্রি স্বয়ংক্রিয় গাড়ি ছাড়ছে হোন্ডা

চলতি বছরের মাঝামাঝিতে জাপানের প্রথম গাড়ি নির্মাতা কোম্পানি হিসেবে স্বয়ংক্রিয় লেভেল-থ্রি গাড়ি ছাড়ছে হোন্ডা। বিষয়সংশ্লিষ্ট কয়েকটি সূত্র তথ্য নিশ্চিত করেছে। লেভেল থ্রি স্বয়ংক্রিয় গাড়িতে চালক পড়াশোনা টিভি দেখার মতো বিভিন্ন কাজ করতে পারবেন। তবে সুবিধা শুধু ধীরগতির ট্রাফিক যানজটপূর্ণ এক্সপ্রেসওয়েতে পাওয়া যেতে পারে। আউডি জাপান অবশ্য ব্যস্ততম এক্সপ্রেসওয়েতেও লেভেল থ্রি স্বয়ংক্রিয় গাড়ি ছেড়েছে। সূত্রগুলো বলছে, আগামী জুলাইয়ের দিকে টোকিওর সড়কে পরীক্ষামূলকভাবে পরিচালনার পর লেভেল-থ্রি গাড়ি ছাড়বে হোন্ডা। লেভেল-থ্রি গাড়ি চালনায় চালকদের জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হয়। লেভেল-ফোর পর্যায়ের গাড়িতে কোনো চালকের দরকার পড়বে না, তবে প্রয়োজনে নিয়ন্ত্রণ গ্রহণ করা যাবে। লেভেল-ফাইভ গাড়িতে কোনো চালক লাগবে না এবং প্রথাগত গাড়ির মতো কোনো স্টিয়ারিং হুইলও প্রয়োজন নেই।

           

            সূত্র: কিয়োদো এজেন্সি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন