সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশের কোনো জায়গা অনুন্নত থাকবে না

বণিক বার্তা প্রতিনিধি সুনামগঞ্জ

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শুধু পদ্মা সেতু নয়, ক্রমান্বয়ে আমরা আরো সেতু নির্মাণ করব। আমরা সুনামগঞ্জসহ বাংলাদেশের কোনো জায়গা অনুন্নত থাকতে দেব না। গতকাল বিকালে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা কর্ণফুলীর মোহনায় পানির নিচ দিয়ে ছয় কিলোমিটার লম্বা সুড়ঙ্গ নির্মাণ করছি। অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে। ভারতসহ প্রতিবেশী কোনো দেশ রকম সুড়ঙ্গের কাজে হাত দেয়নি। আমরা পদ্মা সেতুরও অর্ধেকের বেশি কাজ শেষ করেছি।

এমএ মান্নান বলেন, সুনামগঞ্জ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের কাজ চলছে। সুনামগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রানীগঞ্জ সেতু সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রশস্তকরণসহ বেশি কাজ চলমান। আমরা ছাতক থেকে সুনামগঞ্জে রেল নিয়ে আসব। রেললাইনের নকশার কাজ চলছে। সরকারের আমলেই রেল সুনামগঞ্জে আসবে। ১৩ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ করে আমরা সুনামগঞ্জ থেকে নেত্রকোনার মোহনগঞ্জে সড়কপথে যাতায়াত করব। শিগগিরই আমরা কাজেও হাত দেব। হাওড় অঞ্চলের জন্য আরো ৫০০ কোটি টাকার টিউবওয়েল প্রকল্প হাতে নিয়েছি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য . জয়া সেনগুপ্ত, মুহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, পীর ফজলুর রহমান মিসবাহ, শামীমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন