কেনিয়ায় মার্কিন বিমান ঘাঁটিতে হামলা

বণিক বার্তা ডেস্ক

কেনিয়ায় মার্কিন কেনিয়া বাহিনীর ব্যবহূত এক সামরিক ঘাঁটিতে গতকাল হামলা চালিয়েছে সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল শাবাব। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড হামলার বিষয়টি স্বীকার করেছে। খবর রয়টার্স।

সোমালীয় সীমান্তবর্তী কেনিয়ার লামু কাউন্টির মান্দা বে বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে আল শাবাব। স্থানীয় সময় রোববার ভোরে হামলা শুরু হয় এবং ঘণ্টা লড়াই চলে।  হামলায় কতজন হতাহত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কেনিয়ার সেনাবাহিনী দাবি করেছে, আল শাবাবের চার সদস্য নিহত হয়েছে। কেনিয়া বা মার্কিন কত সেনা হতাহত হয়েছে, সর্বশেষ খবরে তা নিশ্চিত হওয়া যায়নি।

এক বিবৃতিতে আল শাবাব জানিয়েছে, হামলায় সাত যুদ্ধবিমান তিনটি সামরিক যান ধ্বংস করা হয়েছে। বিধ্বস্ত যুদ্ধবিমানের ছবিও প্রকাশ করে তারা।

কেনিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল পল এনজুগুনা জানিয়েছেন, সংঘর্ষে চার জঙ্গি নিহত হয়েছে। তিনি আরো বলেন, ভোর সাড়ে ৫টার দিকে মান্দা বিমানঘাঁটিতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে আল শাবাব কিন্তু আমরা সফলতার সঙ্গে তাদেরকে প্রতিহত করেছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন