ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০

বণিক বার্তা ডেস্ক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০- দাঁড়িয়েছে। মুষলধারে আরো বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকায় সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো হেলিকপ্টারে বন্যাকবলিত দুর্গম জনপদে খাবার পৌঁছে দিচ্ছে। খবর রয়টার্স।

ভয়াবহ বন্যায় রাজধানীর বিস্তৃত অঞ্চল প্লাবিত হওয়ায় ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে কয়েক হাজার মানুষ। বসতবাড়ি পানির নিচে ডুবে থাকায় এখনো ঘরে ফিরতে পারেননি তারা।

সড়ক জলমগ্ন থাকায় এবং সেতু ধ্বংস হয়ে যাওয়ায় জাকার্তার পার্শ্ববর্তী লেবাকের প্রত্যন্ত জনপদগুলোয় পুলিশ সেনা সদস্যরা হেলিকপ্টার থেকে ইনস্ট্যান্ট নুডলস অন্যান্য রসদভর্তি বাক্স ফেলেন। অঞ্চলটিতে বন্যায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছে। বানতেন প্রদেশের পুলিশপ্রধান তোমসি তোহির বলেন, এসব এলাকায় রসদ পৌঁছানো কষ্টকর হয়ে পড়েছে। এখানে প্রায় ১২টি স্থানে ভূমিধস সৃষ্টি হয়েছে। যে কারণে আমরা হেলিকপ্টার ব্যবহার করছি।

বন্যার কারণে জাকার্তার আশপাশের অঞ্চলের লাখ ৭০ হাজারের বেশি মানুষ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন