সাড়ে সাত লাখ মার্সিডিজ প্রত্যাহারের ঘোষণা ডাইমলারের

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের বাজার থেকে লাখ ৪৪ হাজার মার্সিডিজ বেঞ্জ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জার্মান গাড়ি নির্মাতা কোম্পানি ডাইমলার। সানরুফ গ্লাস প্যানেলে ত্রুটিতে তা আলাদা হয়ে বিপদ সৃষ্টি করতে পারে, আশঙ্কায় শনিবার প্রত্যাহারের ঘোষণা দেয় কোম্পানিটি। খবর রয়টার্স।

এক বিবৃতিতে বলা হয়, ২০০১ থেকে ২০১১ সালে বিক্রীত সি-ক্লাস, সিএলকে-ক্লাস, সিএলএস-ক্লাস -ক্লাস মডেলের গাড়িগুলো প্রত্যাহার হচ্ছে। যেসব গাড়িমালিক মেরামতে অর্থ ব্যয় করেছেন, তারা ডাইমলারের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।

যুক্তরাষ্ট্রে মার্সিডিজ বেঞ্জের এক মুখপাত্র শনিবার জানান, বিশ্বজুড়ে কতগুলো গাড়ি প্রত্যাহার হবে তা সঠিক জানেন না তিনি। প্রত্যাহারকৃত গাড়ির গ্লাস প্যানেলের সংযোগ পরীক্ষা শেষে প্রয়োজনে স্লাইডিং রুফ পাল্টিয়ে দেবে বলে জানায় কোম্পানিটি।

গত মাসে একটি দেওয়ানি মামলা নিষ্পত্তিতে কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র মার্সিডিজ বেঞ্জ। গত বছর ১৪ লাখ গাড়ি প্রত্যাহার কাজ পরিচালনায় ত্রুটির কারণে জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন