ফরিদপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে আহত ১০

বণিক বার্তা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুরের সদরপুর উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলা পরিষদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে চার পুলিশ সদস্য রয়েছেন। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বর্তমান সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্ল্যাহর সমর্থকরা পৃথকভাবে কর্মসূচি পালনের চেষ্টা করে। দুপুরের দিকে উভয় পক্ষ একই সময়ে উপজেলা পরিষদ এলাকায় পৃথক মিছিল নিয়ে সমবেত হয়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ থামাতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হন। এছাড়া উভয় পক্ষের আরো অন্তত ছয়জন আহত হন।

সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সমর্থক সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান জানান, তিনদিন আগে এখানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্ল্যাহ জনসভা করে প্রশাসন ও সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেন। এরই জেরে তার কর্মী-সমর্থকরা আমাদের নেতাকর্মীর ওপর হামলা করে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কাজী জাফরউল্ল্যাহর সমর্থক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মীম। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সমর্থক উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের লোকজন অতর্কিতে হামলা চালালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দায়িত্বরত চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদ্যসরা হলেন এসআই ফরহাদ হোসেন, এসআই মো. কামরুজ্জামান, এএসআই রবিউল ইসলাম, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন।

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া পরবর্তী সময়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্ল্যাহর সমর্থকদের সঙ্গে বর্তমান সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকদের দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। এসব বিরোধের জেরে এর আগেও কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন