রোহিঙ্গারা ছয় সংখ্যালঘুর আওতাভুক্ত নয়: জিতেন্দ্র সিং

বণিক বার্তা ডেস্ক

সংসদে পাস হওয়ার পর থেকেই জম্মু ও কাশ্মীরে নাগরিকত্ব সংশোধনী আইনটি (সিএএ) কার্যকর হয়ে গেছে বলে দাবি করেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। শুক্রবার এ দাবির সঙ্গে আরো বলেন, নতুন আইনের আওতায় রোহিঙ্গা শরণার্থীরা নির্ধারিত ছয় সংখ্যালঘুর আওতাভুক্ত হবে না। খবর এনডিটিভি।

কীভাবে রোহিঙ্গারা পশ্চিমবঙ্গ থেকে কয়েকটি প্রদেশ পেরিয়ে জম্মুর সর্ব উত্তরে এসে পৌঁছেছে, এ নিয়ে একটি তদন্তের দাবি করেন তিনি।

তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মকর্তাদের সামনে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের এ মন্ত্রী।

জম্মুতে যে উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গা উপস্থিতি রয়েছে, তাদের ব্যাপারে সরকারি নীতি কী হবেসে বিষয়ে জিতেন্দ্র সিং বলেন, রোহিঙ্গাদের কীভাবে ফেরত পাঠানো যায়, সে বিষয়ে কেন্দ্র সরকার উদ্বিগ্ন। অবশ্যই তাদের তালিকা প্রস্তুত করা হবে। যেখানে প্রয়োজন সেখানে বায়োমেট্রিক পরিচয়পত্র প্রদান করা হবে। কারণ সিএএর আওতায় বিশেষ কোনো সুবিধা দাবি করতে পারবে না রোহিঙ্গারা। তারা নতুন আইনের আওতায় ছয় সংখ্যালঘুর আওতাভুক্ত নয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন