নির্মাণ শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ রিহ্যাবের

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নির্মাণ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ শুরু করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) বাংলাদেশে প্রতি বছরই শীতকালে দরিদ্র জনগণ শীতের বিরুদ্ধে লড়াই করেন। রিহ্যাব দরিদ্র সেসব মানুষকে শীতের তীব্রতা থেকে রক্ষা করার প্রয়াস হিসেবে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে। এরই ধারাবাহিকতায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়ে শীতার্ত মানুষের মধ্যে পাঁচ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নির্মাণ শ্রমিকদের মাঝে কম্বলগুলো বিরতণ করা হচ্ছে।

কম্বল বিতরণ সম্পর্কে রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) বলেন, আমাদের এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সমাজের শীতার্ত ও দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ হ্রাস করা। আমরা এর আগে সাধারণ জনগোষ্ঠীর মাঝে এ কর্মসূচি সীমাবদ্ধ রাখতাম। এ বছর আমরা রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানগুলোয় যেসব নির্মাণ শ্রমিক কাজ করেন, তাদের মাঝে এ কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছি।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন