রেকর্ড সংখ্যক ওষুধের মূল্য বাড়ছে যুক্তরাষ্ট্রে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর যুক্তরাষ্ট্রে যেসব কোম্পানি ওষুধের মূল্য বাড়াচ্ছে, সেগুলোর সঙ্গে যুক্ত হলো  নোভার্টিজ, মার্ক ও অ্যালারগেনের নাম। কোম্পানিগুলো দেশটিতে নিজেদের শতাধিক ওষুধের মূল্য বাড়ানোর কথা জানিয়েছে। ফলে চলতি বছর দেশটিতে বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মোট ৪৪৫টি ওষুধের মূল্য বাড়াচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য খাত গবেষণা প্রতিষ্ঠান থ্রি এক্সিসের পরামর্শকরা। খবর রয়টার্স।

নববর্ষের প্রথম তিনদিনে দেশটিতে বিভিন্ন কোম্পানি সাধারণত ৪০৪ আইটেমের ওষুধের মূল্য বাড়িয়ে থাকে। তবে এবার যা হয়েছেতা গত পাঁচ বছরের মধ্যে প্রথম। এদিকে প্রায় সব ওষুধের মূল্য বৃদ্ধির হার ১০ শতাংশের নিচে থাকবে বলে জানিয়েছে থ্রি এক্সিস। 

এদিকে সুইস ওষুধ প্রস্তুতকারী নোভার্টিজ নিজেদের ৩০ ধরনের ওষুধের মূল্য বাড়ানোর কথা জানিয়েছে। কোম্পানিটি যেসব ওষুধের মূল্য বাড়াচ্ছে, সেগুলোর মধ্যে সোরিয়াসিস ও এসক্লেরোসিস চিকিৎসার ওষুধ অন্যতম। এসব ওষুধের মূল্য ৫ দশমিক ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রে কোম্পানিটি নিজেদের যেসব ওষুধের মূল্য প্রায় ৭ শতাংশ বাড়াচ্ছে। তবে বাণিজ্যিক ও সরকারি ক্রেতাদের ছাড় ও রেয়াত বাদ দেয়া  কোম্পানিটির ওষুধের নিট মূল্য চলতি বছর ২ দশমিক ৫ শতাংশ কমবে।

অন্যদিকে মার্ক মূল্য বাড়িয়েছে ১৫টি আইটেমে। এগুলোর মধ্যে ডায়াবেটিসের ওষুধ জানুভিয়া ও জানুমেট অন্যতম। এসব ওষুধের মূল্য বাড়বে প্রায় ৫ শতাংশ। 

এছাড়া ২৫ ধরনের ওষুধের মূল্য বাড়াচ্ছে আয়ারল্যান্ডভিত্তিক কোম্পানি অ্যালারগেন। কোম্পানিটির এসব ওষুধের মধ্যে দুটির

মূল্য বাড়বে ২ থেকে ৩ শতাংশ। বাকিগুলোর ৫ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন