দাম কমেছে তামা ও নিকেলের

বণিক বার্তা ডেস্ক

ইরানের কমান্ডার হত্যাকাণ্ডের জেরে বেশ কয়েকটি ধাতুর বাজারে মন্দা দেখা দিয়েছে। শুক্রবারের ঘটনার পর স্বর্ণ জ্বালানি তেলের বাজার চাঙ্গা হলেও বিপরীত চিত্র দেখা গেছে তামা, নিকেলসহ অন্যান্য ধাতুর ক্ষেত্রে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) শুক্রবার কার্যদিবস শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে তামার দাম শতাংশ কমে টনপ্রতি হাজার ৭৫ ডলারে নেমেছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

এদিকে তামার পাশাপাশি এদিন এলএমইতে নিকেলের দামও কমে এসেছে। শুক্রবার কার্যদিবস শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে ধাতুটির দাম দশমিক শতাংশ কমে টনপ্রতি ১৩ হাজার ৭৩৫ ডলারে স্থির হয়েছে। এছাড়া জিংক বা দস্তার দাম দশমিক শতাংশ কমে টনপ্রতি হাজার ২৮২ ডলারে স্থির হয়।

ডিসেম্বরের শুরুর দিকে এলএমইতে তামার দাম রেকর্ড কমে যায়। ডিসেম্বর পর্যন্ত ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি হাজার ডলারের নিচে অবস্থান করছিল। এর পর থেকে অবশ্য চাঙ্গা হতে শুরু করে ধাতবপণ্যটির বাজার। তবে ইরানের জেনারেলকে হত্যার ধাক্কায় আবার মন্দা ভাব ফিরেছে শিল্পধাতুটির বাজারে। বিদ্যুৎ নির্মাণ খাতে ব্যবহূত ধাতুটির দাম সপ্তাহে সব মিলিয়ে দশমিক শতাংশ কমেছে।

সাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হানসেনের মতে, নতুন বছরের শুরুতেই তামার বাজারে মন্দা দেখা দিয়েছে। মার্কিন-ইরান উত্তেজনা বাড়ায় ধাতুটি এখন নতুন করে চাপের মুখে পড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন