নওগাঁয় ‘খৈল মেশানো পানি’ পানে ৭ গরুর মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর পোরশায় খৈল মেশানো পানি পানে বিষক্রিয়ায় সাতটি গরু মারা গেছে। শুক্রবার বিকেলে উপজেলার মশিদপুর ইউনিয়নের ছাতোয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। গরুর মালিক আফজাল হোসেনের দাবি খাবারের সঙ্গে কেউ বিষ মিশিয়ে রেখেছিল।

আফজাল হোসেনের ছেলে করিম জানান, বেশ কিছুদিন আগে তারা ১৫টি গরু কিনে বাড়ির মধ্যেই একটি ছোট খামার শুরু করেছিলেন। ঘটনার দিন তার চাচা ফজলুর রহমান খামারে রাখা গরুগুলোকে আগে থেকেই পানিতে ভেজানো খৈল দিয়ে পর্যায়ক্রমে পানি পান করান। এর কিছুক্ষণ পরেই কয়েকটি গরু কাঁপতে শুরু করে এবং ১০-১২ মিনিটের মধ্যে এক এক করে ৭টি মারা যায়। 

খামার মালিক আফজাল হোসেন বলেন, পূর্বে থেকেই কেউ ওই খৈল ভেজানো পানিতে বিষ মিশিয়ে রেখেছিল। ফলে সেই পানি খাওয়ার পর গরু মারা যায়। গরুগুলির আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

এ বিষয়ে জানতে চাইলে পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে খাদ্যদ্রব্যে বিষক্রিয়ায় গরু গুলি মারা গেছে বলে তিনি ধারণা করছেন। তবে পরীক্ষা-নিরীক্ষার জন্য খাবারের আলামত জব্দ করা হয়েছে। পরীক্ষার পরে আসল রহস্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন