আরেকটি যুদ্ধের ধকল সইতে পারবে না বিশ্ব : জাতিসংঘ মহাসচিব

বণিক বার্তা অনলাইন

ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানির গাড়িবহরে হামলা চালিয়ে তাকে হত্যার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অনেকেই ধারণা করছেন, এই হত্যাকাণ্ডের জেরেই তৃতীয় বিশ্বযুদ্ধও বেঁধে যেতে পারে। তবে সংশ্লিষ্ঠদের ‘ধৈর্য ধরার’ আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব এ আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে নতুন করে সৃষ্ট অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ বিবৃতিতে তিনি বলেছেন, ‘এ মুহূর্তে সব পক্ষকেই অবশ্যই সর্বোচ্চভাবে ধৈর্য ধরতে হবে। কারণ উপসাগরী অঞ্চলে আরেকটি যুদ্ধের ধকল সহ্য করতে পারবে না বিশ্ব।’

গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানির গাড়িবহরে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। এ হামলায় প্রাণ হারিয়েছেন আরো কয়েকজন। ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের কমান্ডারের এ হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে ইরান। এ ঘটনায় গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আবারো অস্থিতিশীল হয়ে ওঠার জোর আশঙ্কা দেখা দিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন