জয়পুরহাটে চক্ষু ক্যাম্পে ৫ হাজার রোগীর চিকিৎসা

বণিক বার্তা প্রতিনিধি জয়পুরহাট

জয়পুরহাট সদরে গতকাল চক্ষু ক্যাম্পে বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে পাঁচ হাজার রোগীকে। বেলা ১১টায় ক্যাম্প পরিচালনা করে স্থানীয় বেসরকারি সংস্থা এনডিসি। এতে সহযোগিতা করে ফাতেমা জামান নার্সিং কলেজ, আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আল-নূর চক্ষু হাসপাতাল। চক্ষু চিকিৎসাসেবার উদ্বোধন করেন জয়পুরহাট আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

সময় আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জয়পুরহাটের সিভিল সার্জন ডা. শামস্ উদ্দীন, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, এনডিসি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান কামরুজ্জামান সাজু, কালাই উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের, আল-বাশার ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক . আহমেদ তাহের হামিদ আলী প্রমুখ।

পাহাড়পুর রোডের এনডিসি চত্বরে চক্ষু ক্যাম্পে ১২ জন চক্ষু বিশেষজ্ঞসহ ৮০ জনের মেডিকেল টিম রোগীদের সেবা দেয়। এছাড়া পর্যায়ক্রমে প্রায় ৫০০ রোগীর চোখে ছানির অপারেশন করা হবে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন