গাজীপুরের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, গাজীপুরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এখানকার উন্নয়নের জন্য সরকার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন চূড়ান্ত করেছে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন দ্রুত সংসদে পাস করার উদ্যোগ নেয়া হচ্ছে, যার মাধ্যমে অবহেলিত গাজীপুরের উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত হবে।

গতকাল বিকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে গাজীপুর অফিসার্স ফোরাম ঢাকার উদ্যোগে আয়োজিত কৃতী সন্তানদের এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর অফিসার্স ফোরাম ঢাকার সভাপতি আসলাম আলমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এমপি, সিমিন হোসেন রিমি এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি, শামসুন্নাহার ভুইয়া এমপি, রুমানা আলী এমপি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, গাজীপুর অফিসার্স ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিয়া, সংবর্ধনা কমিটির আহ্বায়ক এমদাদ উল্লাহ মিয়ান সদস্য সচিব মাহফুজুল হক প্রমুখ।

মোজাম্মেল হক বলেন, প্রশাসনের সর্বস্তরে সততা নিষ্ঠার সঙ্গে গাজীপুর ফোরামের সদস্যরা দেশসেবায় বিশেষ অবদান রাখছেন। গাজীপুরের উন্নয়নে সবাইকে আরো বেশি সজাগ সচেতন হতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, রাজধানীর উপকণ্ঠে অবহেলিত গাজীপুর জেলার গুরুত্ব হিসেবে অবকাঠামো উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরের উন্নয়নে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। রাস্তার প্রশস্তকরণসহ বর্তমানে যে উন্নয়নকাজ চলছে তা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আহ্বায়ক এমদাদ উল্লাহ মিয়ান বলেন, শিল্পে সমৃদ্ধ সবুজে ভরা গাজীপুরের ঐতিহ্য লালন করতে হবে। এখানে উন্নত মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি হয়ে উঠেছে। তা না হলে ৬৪ জেলার মানুষের চাপে গাজীপুরের ঐতিহ্য বিলীন হয়ে যাবে।

সভায় কৃতী সন্তানদের উত্তরীয় পরিয়ে দিয়ে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন