মানসম্পন্ন সরঞ্জাম না দেয়ায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে —ত্রাণ প্রতিমন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি ঠাকুরগাঁও

ত্রাণ মন্ত্রণালয়ে মানসম্মত সরঞ্জাম সরবরাহ না করায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

গতকাল দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

ডা. মো. এনামুর রহমান বলেন, ত্রাণের মালামাল সররাহের ক্ষেত্রে জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলবে, দুস্থ অসহায় দরিদ্রদের হক নিয়ে যারা ব্যবসা করবেএসব লোককে বয়কট করা হবে।

তিনি বলেন, ঠাকুরগাঁও জেলার জন্য আগেই ৩৯ লাখ কম্বল দেয়া হয়েছে। এছাড়া খাদ্যসামগ্রী ও শিশুদের গরম কাপড়ের জন্য ১০ লাখ টাকা প্রদান করা হয়েছে। গতকাল আরো নতুন করে এক হাজার বান্ডেল টিন ও ৩০ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন তিনি। পাশাপাশি মুজিব বর্ষ উপলক্ষে ১০০টি ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন