ইরানি জেনারেল হত্যাকাণ্ডে বেড়েছে জ্বালানি তেলের দাম, অস্থিরতার শঙ্কা

বণিক বার্তা অনলাইন

ইরাকে মার্কিন হামলায় নিহত হয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি। এ ঘটনার তাৎক্ষণিক প্রভাব পড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে। আজ শুক্রবার আন্তর্জাতিক বাজারে দিনের শুরুতে ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। খবর এএফপি। 

যুক্তরাষ্ট্রের বাজারে শুক্রবার দিনের শুরুতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৬৯ ডলার ১৬ সেন্ট, যা আগের দিনের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেশি। ডব্লিউটিআইয়ের দামও বেড়েছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ। দিনের শুরুতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম উঠেছে ৬৩ ডলার ৮৪ সেন্টে।

বাজার বিশ্লেষকরা বলছেন, তারকা জেনারেল কাসেম সোলাইমানি হ্ত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দীর্ঘ দিনের বিরোধ আরো জোরালো হয়ে উঠতে পারে। এতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষত হরমুজ প্রণালীকে ঘিরে অস্থিরতা বাড়তে পারে। এর প্রভাব পড়বে অঞ্চলটি থেকে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহে। এর জের ধরে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে।  

কাসেম সোলাইমানি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। ইরানি এ জেনারেলের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি বাস্তবায়ন অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছিল বলে মনে করে ওয়াশিংটন। শুক্রবার রাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখী কাসেমির গাড়িবহরে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে সোলাইমানিসহ বেশ কয়েকজন নিহত হন।

পেন্টাগনের পক্ষ থেকে কাসেম সোলাইমানির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই কাসেম সোলাইমানির ওপর হামলা চালানো হয়েছে। ভবিষ্যতে ইরানের পক্ষ থেকে যেকোনো হামলার পরিকল্পনা নস্যাৎ করতে জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়েছে। 

কাসেম সোলাইমানির নিহতের ঘটনায় জ্বালানি পণ্যের বাজারে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এক্সিট্রেডার্সের বাজার বিশ্লেষক স্টিফেন ইনেস। তিনি বলেন, অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে 

মধ্যপ্রাচ্য পরিস্থিতি সবসময় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়। বর্তমান পরিস্থিতিতে ইরান ইস্যুতে পুরো মধ্যপ্রাচ্য নতুন করে উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এমনটা ঘটলে এ অঞ্চল থেকে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হয়ে, জ্বালানি পণ্যটির দাম আরো বেড়ে যেতে পারে। তবে পুরোটাই নির্ভর করবে এ হত্যাকাণ্ডের পরে ইরান কেমন প্রতিক্রিয়া দেখায় তার ওপর।

ইরানি জেনারেলকে ইরাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন