কেমন নির্বাচন হয় আগে দেখুন, বিএনপি নেতাদের কাদের

বণিক বার্তা অনলাইন

আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের দেয়া বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিএনপি নেতাদের ‘হাস্যকর বক্তব্য’ না দিয়ে নির্বাচন পর্যবেক্ষণের আহ্বান জানিয়ে বলেছেন, ‘আগে নির্বাচনটা দেখুন, কেমন নির্বাচন হয়।’

আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ সমন্বয় টিমের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

‘নির্বাচন সুষ্ঠু হবে না এটা প্রমাণের জন্যই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এ ধরনের বক্তব্য হাস্যকর। নির্বাচনে অংশগ্রহণ করবে জেতার জন্য, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে নির্বাচনটা খারাপ এটা প্রমাণ করার জন্য। তারা কী করে বুঝলো নির্বাচনটা খারাপ হবে?’

কাদের বলেন, ‘নির্বাচন হওয়ার আগে মন্তব্য সিলেটেও করেছে, সেখানে তারা (বিএনপি) জিতেছে। কুমিল্লায় করেছিল, সেখানেও তারাই জিতেছে। এ ধরনের বক্তব্য দেওয়ার অর্থ হচ্ছে, তাদের গণতন্ত্রের প্রতি কোন শ্রদ্ধা নেই। তারা আসলে ক্ষমতার রাজনীতি করে, ক্ষমতা কেন্দ্রীক রাজনীতি করে। ক্ষমতা পেলে সব ঠিক, ক্ষমতা না পেলে ঠিক হয় না।’

‘নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে’ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন হবে, তারা অংশ নিয়েছে আমরা স্বাগত জানিয়েছি। নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার হবে, ক্রেডিবল হবে এ কথা আমরা বারবার বলছি।’

সেতুমন্ত্রী বিএনপি নেতাদের প্রতি অভিযোগ তুলে বলেন, ‘নির্বাচনে হেরে গেলে তারা বলবে কারচুপির নির্বাচন। নারায়গঞ্জের এত সুষ্ঠু নির্বাচন হলো, সেখানেও তারা কারচুপির অভিযোগ এনেছে। এটা তাদের পুরানো স্বভাব। নির্বাচন যথাযথভাবেই হবে। আমরা নির্বাচন কমিশনকে ভালো ফ্রি-ফেয়ার করার জন্য সব ধরনের সহযোগিতা করবো। বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে জনগণ তাদের ভোট দিলে তারা জিতবে। আমাদের জনগণ না চাইলে আমরা হেরে যাবো।’

বিএনপি গণতন্ত্রের ভাষা বুঝে না বলে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা নিজেদের হিসাব মতোই চলেন, গণতন্ত্রের ভাষা তারা বোঝেন না, তারা আইন মানেন না, তারা আদালত মানেন না, সংসদ মানেন না; কোন কিছুতেই তাদের কোন শ্রদ্ধা নেই। তাদের একমাত্র লক্ষ্য যেনতেন ভাবে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় গিয়ে লুটপাট করবে, হাওয়া ভবন বানাবে, দুর্নীতি করবে, সন্ত্রাস খুনের রাজনীতি করবে; ক্ষমতায় যাওয়াটাই তাদের উদ্দেশ্য। যদি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে না পারে, তাহলে তারা ষড়যন্ত্রমূলক চোরাই পথ খুঁজে বেড়ায়।’

দেশের শতকরা ৯০ জন লোক এই সরকারকে চায় না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের নেতিবাচক রাজনীতির জন্য ৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না। এ সংখ্যাটা আস্তে আস্তে আরও বাড়বে। এর শতাংশ আরও কমবে এরপর দেখবেন ৯১, ৯২, ৯৩ ,৯৪ এভাবে এই শতাংশ এমন হবে যে, তারা একেবারে তলানীতে গিয়ে পৌঁছাবে।’

এ সময় ইভিএম পদ্ধতির প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, ‘ইভিএম এ নির্বাচনে কোথাও কখনও কারচুপির অভিযোগ ওঠেনি। যেখানে ইভিএমএ নির্বাচন হয়েছে বেশির ভাগ ক্ষেত্রে বিএনপিই জয় পেয়েছে।’

বিতর্কিত কাউন্সিলরপ্রার্থীদের দলীয় মনোনয়ন বাতিল হবে

দলীয় মনোনয়ন দেওয়া বিতর্কিতদের বাদ দেওয়ার জন্য টিম করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিভিন্ন জরিপের রিপোর্ট এবং আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যদের আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি, কাউন্সিলরদের মনোনয়ন দিয়েছি। সব সিদ্ধান্ত সঠিক নাও হতে পারে। আমরা সে জন্য মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত আমাদের টিম ওয়ার্ক হচ্ছে। কোথায় কোথায় আমাদের প্রার্থীর অবস্থা কী এবং কোথাও যদি বিতর্কিত প্রার্থী থেকে থাকে এগুলো আমরা ফাইন্ড আউট করবো এবং আমরা যথাযথ প্রার্থীকে ঘোষণা করবো। এ ব্যাপারে আমাদের টিম ওয়ার্ক হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন