মহেশখালীতে বজ্রপাতে দুই লবণচাষীর মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বজ্রপাতে দুই লবণচাষীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকায় ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা গ্রামের আমির গোলালের ছেলে আহমদ কবির (৩২) একই ইউনিয়নের মাহারাপাড়া গ্রামের নুরুল করিব।

বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিল্লুর রহমান জানান, গতকাল সকাল ৯টার দিকে ফকিরাঘোনা এলাকার লবণমাঠে কাজ করতে যান কয়েকজন চাষী। সাড়ে নয়টার দিকে হঠাৎ বজ্রপাত হলে দগ্ধ হন আহমদ কবির। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সময় আহত হন নুরুল কবির নামের অন্য এক লবণচাষী। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর পরই কর্তব্যরত ডাক্তার নুরুল কবিরকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, সকালে বৃষ্টির মধ্যে দুই লবণচাষী মাঠে কাজ করছিলেন। সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন