‘পুরনো বছরের সব ফাইল ক্লিয়ার করেছেন প্রধানমন্ত্রী’

বণিক বার্তা অনলাইন

বিভিন্ন সময় ছুটির দিনেও কর্মব্যস্ত সময় কাটাতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ৭২ বছর বয়সী প্রধানমন্ত্রী এখনো বেশ পরিশ্রম করেন, একথাও সর্বজনবিদিত। এবছরও পুরোনো সব কাজ সমাপ্ত করে নব উদ্যোমে তিনি নতুন বছর শুরু করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন। 

আজ বুধবার ইংরেজি নববর্ষের প্রথম দিনে প্রধানমন্ত্রী কার্যালয়ের এই কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী কখনো পুরানো কাজ জমিয়ে রাখেন না। ২০১৯ সালের যেসব ফাইল মতামত বা ছাড় দেওয়া বাকি ছিল বছরের শেষ দিনে ব্যস্ততার মাঝেও অতিরিক্ত সময় দিয়ে তার সবগুলো সমাপ্ত করেছেন তিনি।

তিনি আরো বলেন, ‘২০১৯ সালের সব কাজ উনিশেই শেষ করে দিয়েছেন। কোন ফাইল ২০২০ সাল পর্যন্ত টেনে আনেন নাই। ওনার সব ফাইল উনি ক্লিয়ার করেছেন।’

দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রচুর গুরুত্বপূর্ণ ফাইলপত্রে স্বাক্ষর করতে হয় শেখ হাসিনাকে। তিনি এসব ফাইলপত্র নিজে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে তারপর স্বাক্ষর করেন জানিয়ে উপ প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর কাছে প্রচুর ফাইল থাকে। গতকাল বছরের শেষ দিনে আট বক্স ফাইল ছিল প্রধানমন্ত্রীর কাছে। উনি গতকালকেই বাকি থাকা সব ফাইল পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ক্লিয়ার করে দিয়েছেন। পুরাতন বছরের সব কাজ নতুন বছর শুরুর আগেই শেষ করেছেন।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন