প্রথমবার ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৭.২১ শতাংশ

বণিক বার্তা প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এই প্রথম জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রকাশিত এ পরীক্ষার ফল অনুযায়ী বোর্ডটিতে পাসের হার ৮৭ দশমিক ২১ শতাংশ। বোর্ডটির অধীনে এবার প্রথমবারের মতো জেএসসিতে অংশ নেয় ১ লাখ ৬৫ হাজার ৩৩ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৬১ হাজার ৩৫৯ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৯০৩ শিক্ষার্থী।

গতকাল দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়। এ সময় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব অধ্যাপক কিরীট কুমার দত্ত, কলেজ পরিদর্শক মো. হাবিবুর রহমান, উপসচিব (আইন) মো. মশিউল আলম, উপসচিব (প্রশাসন ও সংস্থাপন) মো. মনিরুজ্জামান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহসীনা বেগম ও আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার শেখ নিয়ামূল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিসংখ্যান অনুযায়ী, এ বোর্ডে জিপিএ ৫-প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে আছে। তারা জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ২৯৯টি। অন্যদিকে ছেলেরা জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৬০৪টি। এছাড়া বোর্ডের মোট ১৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। ৯০ দশমিক ৫ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে শেরপুর জেলা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন