হিলি স্থলবন্দরে গণশুনানি অনুষ্ঠিত

বণিক বার্তা প্রতিনিধি হিলি

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী, শ্রমিক নেতা, বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও স্থানীয় প্রশাসনকে নিয়ে সম্প্রতি এক গণশুনানি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে হিলি স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের আয়োজনে পোর্টের নিজস্ব সভাকক্ষে দেড় ঘণ্টাব্যাপী এ গণশুনানি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের পক্ষে গণশুনানি গ্রহণ করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (অডিট) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান।

এ সময় সেখানে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, হিলি কাস্টমসের সহকারী কমিশনার আব্দুল হান্নান, হিলি পোর্টের নির্বাহী পরিচালক মনজুর রহমান, পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী, প্রিন্স চৌধুরী, হাকিমপুর সার্কেল এএসপি আখিউল ইসলাম, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন