সুনামগঞ্জের শিশু তুহিন হত্যা

বাবা-চাচাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বণিক বার্তা প্রতিনিধি সুনামগঞ্জ

 আদালতে সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ গতকাল সকালে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ পালের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এতে নিহত তুহিনের বাবা আব্দুল বাছির, তিন চাচা এবং এক চাচাতো ভাইকে আসামি করা হয়েছে

দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগপত্র সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মিজান তিনি জানান, গত আড়াই মাসে ঘটনার বিভিন্ন আলামত, বিশেষজ্ঞ রিপোর্ট এবং পুলিশি তদন্তের পরিপ্রেক্ষিতে হত্যাকাণ্ডে নিহত তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা জমশেদ, শাহরিয়ার, মছব্বির এবং চাচাতো ভাইয়ের সম্পৃক্ততা পেয়ে আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় চাচাতো ভাই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার অভিযোগপত্র শিশু আদালতে দাখিল করা হয়েছে

তিনি বলেন, তুহিনের বাবা আব্দুল বাছির একই গ্রামের আনোয়ার মেম্বারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল আগের একটি হত্যা মামলা থেকে বাঁচতে এবং প্রতিপক্ষকে ফাঁসাতে আব্দুল বাছির তার তিন ভাই এবং ভাতিজা পরিকল্পনা করে তুহিনকে হত্যা করে আব্দুল বাছির তার ছেলেকে কোলে করে নিয়ে আসে পরে তিনিসহ পাঁচজন মিলে তুহিনকে হত্যা করে তারা হত্যাকাণ্ডের মাধ্যমে মানুষের সমবেদনা পাওয়ার আশা করেছিল

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক প্রমুখ উপস্থিত ছিলেন

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভোরে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামে বাড়ির পাশে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তুহিনের মরদেহ উদ্ধার করা হয় সময় তার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কাটা ছিল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন