কর্মক্ষেত্রে দুর্ঘটনা

এ বছরও সবচেয়ে বেশি নিহত পরিবহন খাতে

নিজস্ব প্রতিবেদক

 চলতি বছর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় হাজার ১৭৫ জন শ্রমিক নিহত হয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছেন পরিবহন খাতে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে

জাতীয় পর্যায়ের সংবাদপত্রগুলোয় ২০১৯ সালে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি পোশাক শিল্পে শোভন কাজসহ অন্যান্য কর্মক্ষেত্রে সংঘটিত দুর্ঘটনা, সহিংসতা শ্রম আন্দোলন পরিস্থিতি নিয়মিতভাবেই পর্যালোচনা করে বিলস, যার ভিত্তিতে গতকাল প্রকাশ করা হয় শোভন কাজ কর্মক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতি-২০১৯ শীর্ষক প্রতিবেদনটি

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় হাজার ১৬৮ জন পুরুষ এবং সাতজন নারী শ্রমিক নিহত হন সবচেয়ে বেশি নিহত হন পরিবহন খাতে ৫০৮ জন গত বছর সংখ্যা ছিল ৪২৪ জন চলতি বছর নির্মাণ খাতে ১৩১ এবং কৃষি খাতে ১১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে গত বছর সংখ্যা ছিল যথাক্রমে ১৬১ ১১৩

২০১৮ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় হাজার ২০ জন শ্রমিক নিহত হন এর মধ্যে ৮৫ জন দিনমজুর, ৬২ জন মত্স্য শ্রমিক, বিদ্যুৎ খাতে ৩৫ জন, অভিবাসী শ্রমিক ২৯, প্লাস্টিক কারখানায় ২৪, ইটভাটা শ্রমিক ২৩, জাহাজ ভাঙা শিল্প শ্রমিক ১৪, ম্যানুফ্যাকচারিং কারখানায় ১২, তৈরি পোশাক শিল্পে ছয়জন এবং অন্যান্য খাতে ১৩০ জন শ্রমিক নিহত হন

এদিকে ২০১৯ সালে শ্রমিকদের ওপর হাজার ২৮৫টি নির্যাতনের ঘটনা ঘটেছে নির্যাতনের কারণে নিহত হয়েছেন ৩২৯ জন শ্রমিক সবচেয়ে বেশি ৫৭৭ জন অভিবাসী শ্রমিক নির্যাতনের শিকার হন চলতি বছর এছাড়া তৈরি পোশাক শিল্পে ১২৫, পরিবহনে ১১৫, মত্স্য খাতে মত্স্য শ্রমিক ৭৮, ইটভাটা শ্রমিক ৬৭, গৃহশ্রমিক ৫১, কৃষি খাতে ৪৯ জন শ্রমিক নিহত হন উল্লেখ্য, ২০১৮ সালে ৭৬৪ জন শ্রমিকের ওপর নির্যাতনের ঘটনা ঘটে

২০১৯ সালে কর্মক্ষেত্রে ৪২৩টি আন্দোলনের ঘটনা ঘটে এর মধ্যে সবচেয়ে বেশি তৈরি পোশাক শিল্পে ঘটে ১৩১টি এছাড়া পাট শিল্পে ৬৩, পরিবহন সেক্টরে ৬১, গণমাধ্যমে ২৬, কৃষি খাতে ১৮, হকার ১৭, নৌযানে ১৫, সিটি করপোরেশনে , ট্যানারি এবং অন্যান্য খাতে ৬৪টি আন্দোলনের ঘটনা ঘটে আন্দোলনের কারণগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন দাবি আদায়, অধিকার আদায়, বকেয়া বেতন ভাতা আদায়, লেঅফ ইত্যাদি

বিলসের প্রতিবেদন বলছে, তৈরি পোশাক শিল্পে ২০১৯ সালে সহিংসতায় হতাহত

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন