১ হাজার টাকার বন্ড ইস্যু করবে রূপালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

  হাজার টাকার কুপন বিয়ারিং নন-কনভার্টিবল পারপেচুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহ করবে রূপালী ব্যাংক লিমিটেড সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাসেল-থ্রির অধীনে বন্ড ইস্যু করবে তারা এর মাধ্যমে ব্যাংকটি অ্যাডিশনাল টিয়ার-ওয়ান শর্ত প্রতিপালন নিজেদের মূলধনভিত্তি শক্তিশালী করবে রোববার অনুষ্ঠিত ব্যাংকটির হাজার ৯৩তম পর্ষদ সভায় বিষয়টি অনুমোদিত হয়

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের অনুমোদিত মূলধন ৭০০ কোটি পরিশোধিত মূলধন ৪১৪ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা রিজার্ভে রয়েছে ৬২৭ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা মোট শেয়ার সংখ্যা ৪১ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ৬৩৩ এর মধ্যে সরকারের কাছে রয়েছে ৯০ দশমিক ১৯ শতাংশ শেয়ার এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ৪৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে

গভর্নমেন্ট সাপোর্টেড এনটিটির ভিত্তিতে রূপালী ব্যাংক লিমিটেডের সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ট্রিপল স্বল্পমেয়াদে এসটি-ওয়ান আর স্ট্যান্ডঅ্যালোন এনটিটির ভিত্তিতে ব্যাংকটির ঋণমান দীর্ঘমেয়াদে মাইনাস স্বল্পমেয়াদে এসটি-থ্রি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)

সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে রূপালী ব্যাংক আলোচ্য সময়ে ব্যাংকটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা ৬০ পয়সা (পুনর্মূল্যায়িত) ৩১ ডিসেম্বর সম্মিলিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৪৫ টাকা ৭৩ পয়সা, এক বছর আগে যা ছিল ৩৫ টাকা ৫৪ পয়সা (পুনর্মূল্যায়িত)

এদিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০১৯ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির সম্মিলিত ইপিএস হয়েছে ৪০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৬ পয়সা তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সম্মিলিত ইপিএস হয়েছে ১৪ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ের সমান ৩০ সেপ্টেম্বর সম্মিলিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৯ টাকা ৯০ পয়সা

২০১৭ হিসাব বছরে রূপালী ব্যাংক শেয়ারহোল্ডারদের ২৪ শতাংশ স্টক লভ্যাংশ দেয় ২০১৬ হিসাব বছরে ১০ শতাংশ বোনাস শেয়ার পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা তার আগের

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন