২০২০ সালে ঘুরে দাঁড়াবে ভারতের অর্থনীতি —সিআইআই

সরকার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গৃহীত পদক্ষেপের ওপর ভর করে ২০২০ সালে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে দেশটির শিল্প সংঘ কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) পাশাপাশি প্রশমিত বৈশ্বিক বাণিজ্য উত্তেজনাও অর্থনীতি শক্তিশালী করতে সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে।

রোববার সিআইআই জানায়, একটি নমনীয় রাজস্বনীতিতে ঘাটতি দশমিক শতাংশ থেকে দশমিক ৭৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। অর্থনীতিতে সরকারের নমনীয় রাজস্বনীতির উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে আশা করা যাচ্ছে।

সংঘটির মতে, ২০১৯ সালের তুলনায় আগামী বছর অর্থনীতির উন্নতির দিকে অগ্রসর হওয়ার আভাস দেখা যাচ্ছে। সরকার আরবিআইয়ের গৃহীত কার্যকর পদক্ষেপগুলোর সুবাদে অর্থনীতিতে মন্থরগতির বদলে দ্রুতই পুনরুদ্ধার দেখা যাবে।

সম্প্রতি প্রকাশিত ম্যানুফ্যাকচারিং সেবা খাতের পারচেজিং ম্যানেজারস ইনডেক্সে (পিএমআই) উন্নতি দেখা গেছে। এছাড়া বিমানযাত্রীর সংখ্যা বেড়েছে যাত্রীবাহী গাড়ি বিক্রিসহ অন্যান্য খাতেও উন্নতি দেখা যাচ্ছে বলে সিআইআইয়ের প্রেসিডেন্ট বিক্রম কিরলোসকার জানিয়েছেন। কিরলোসকার জানান, তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির পতন ঘটলেও এর পরের প্রান্তিকগুলোয় প্রবৃদ্ধি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন