সীমান্তে এক কিলোমিটার পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক বন্ধ

বণিক বার্তা অনলাইন

ভারত সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক কভারেজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। 

রোববার রাতে বিটিআরসির নির্দেশনার পর এরই মধ্যে সীমান্ত এলাকায় নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে দেশের সবকটি অপারেটর।

বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, ‘বর্তমান প্রেক্ষপটে দেশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে বাংলাদেশের অব্যন্তরে এক কিলোমিটার এর মধ্যে নেটওয়ার্ক কভারেজ আজ ২৯/১২/২০১৯ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে বলা হলো।’

বিটিআরসির মিডিয়া উইংয়ের সি‌নিয়র সহকারী প‌রিচালক জা‌কির হো‌সেন খাঁন জানান, দেশের স্বার্থে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সীমান্তের নেটওয়ার্ক কাভারেজ বন্ধের বিষয়টির কারিগরি প্রক্রিয়ার বাস্তবায়ন করেছে বিটিআরসি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন