তাপসই হলেন দক্ষিণে আ.লীগের মেয়র প্রার্থী

উত্তরে আতিকই থাকছেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তবে উত্তরে আতিকুল ইসলামই থাকছেন দলটির মেয়র প্রার্থী। গতকাল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মেয়র কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, মনোনয়ন দেয়ার ক্ষেত্রে জনগণের কাছে প্রার্থীর গ্রহণযোগ্যতা জনপ্রিয়তাকে গুরুত্ব দেয়া হয়েছে। কোন প্রার্থী নির্বাচনে জেতার উপযোগী সেটি বিবেচনায় নেয়া হয়েছে।

বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ছেলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার তাপস পরপর তিনবার ঢাকা-১০ আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। গতকালই তিনি নিজের পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হাতে তুলে দেন। অন্যদিকে গত ২৮ ফেব্রুয়ারির উপনির্বাচনে জয়ী হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের চেয়ারে বসা আতিকুল ইসলাম একজন স্বনামধন্য গার্মেন্ট ব্যবসায়ী।

গতকাল প্রার্থীর নাম ঘোষণার জন্য নির্ধারিত সময়ের আগেই আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হাজির হন আতিকুল ইসলাম দক্ষিণের শেখ ফজলে নূর তাপস। পরে বেলা ১১টায় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তাপস বলেন, পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ অনেকটাই অবহেলিত। সেই অবহেলা দূর করতে এবং নাগরিকদের সুবিধা দিতে আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হতে পারলে পুরান ঢাকার অপরূপ সৌন্দর্য প্রস্ফুটিত করতে ৩০ বছর মেয়াদি প্রকল্প হাতে নিতে চাই।

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন