গাজীপুরে ৩০০০ মিটার অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ

বণিক বার্তা প্রতিনিধি গাজীপুর

 গাজীপুর নগরীতে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার মিটার অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ করেছে তিতাস গ্যাস গতকাল নগরীর গাছা হাইস্কুল চান্দরা মাদ্রাসা এলাকায় অভিযান চালানো হয় অবৈধ লাইন উচ্ছেদ করায় এসব এলাকার ৫০০ বাড়ির প্রায় হাজার ৪০০ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ্জোহরার নেতৃত্বে পরিচালিত অভিযানে তিতাস গ্যাসের গাজীপুর কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী এরশাদ মাহমুদ, সহকারী ব্যবস্থাপক শাবিউল আউয়াল প্রমুখ অংশ নেন

প্রকৌশলী এরশাদ মাহমুদ জানান, অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীরা অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিপুল পরিমাণ পাইপ, রাইজার, চুলা অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী যারা অবৈধ সংযোগ দিতে সহযোগিতা করেছে, তাদের  বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন