২০১৯ অর্থবছরে ভারতে ঋণ জালিয়াতি বেড়েছে ৯০%

বণিক বার্তা ডেস্ক

 চলতি ২০১৯ অর্থবছরে ভারতে ঋণ জালিয়াতির হার অনেক বেড়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) এক প্রতিবেদন বলছে, ২০১৯ অর্থবছরে ব্যাংকিং খাতে মোট জালিয়াতির ৯০ শতাংশ ছিল ঋণ সংস্থায়, যা ২০১৮ অর্থবছরে ছিল ৫৫ শতাংশ ঋণ জালিয়াতি ২০১৮ সালের ২২ হাজার ৫৫৮ কোটি রুপি থেকে বেড়ে ২০১৯ সালে ৬৪ হাজার ৫৪৮ কোটি রুপিতে দাঁড়িয়েছে তবে ডেবিট ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং ফরেক্সসহ অন্যান্য মাধ্যমে জালিয়াতি কমেছে সময় খবর টাইমস অব ইন্ডিয়া বিজনেস স্ট্যান্ডার্ড

আরবিআইয়ের প্রতিবেদন অনুসারে, ৯০ শতাংশ জালিয়াতির ঘটনা ঘটেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে (পিএসবি) মোটা অংকের জালিয়াতির (৫০ কোটি রুপি বা এর বেশি) সংখ্যা সরকারি ব্যাংকগুলোতে বেড়েছে ৯১ দশমিক শতাংশ আরবিআই বলছে, বিষয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর যথাযথ অভ্যন্তরীণ প্রক্রিয়ার ঘাটতি এবং ঝুঁকি মোকাবেলায় সিস্টেম কর্মীর অদক্ষতাকেই তুলে ধরছে

তবে প্রতিবেদনটিতে এও জানানো হয়েছে, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে জালিয়াতি রোধে সঠিক সময় শনাক্তকরণ, প্রতিবেদন প্রদান তদন্ত করা নিয়ে একটি ফ্রেমওয়ার্ক ইস্যু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার ফ্রেমওয়ার্কে ৫০ কোটি রুপির উপরের মন্দ ঋণকে সম্ভাব্য জালিয়াতির ঘটনা হিসেবে গণ্য করতে এবং পর্যালোচনা করে দেখতে বলা হয়েছে কারণেও ২০১৯ অর্থবছরে জালিয়াতির সংখ্যা বেড়েছে

আরেকটি উদ্বেগের বিষয়, রিটেইল লোন সেগমেন্টে জালিয়াতির ঘটনা বেড়েছে অথচ সাধারণভাবে এটিকে কম ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করা হয় ব্যাংক কর্মকর্তারা বলছেন, মিনিটে অনলাইনে ঋণ প্রাপ্তি, যেদিন আবেদন সেদিনই প্রাপ্তির মতো প্যাকেজগুলোর কারণে খাতে ঋণ জালিয়াতির সংখ্যা বাড়ছে

তবে ইতিবাচক দিক হলো, এটিএম বা পিওএস মেশিনে ডেবিট কার্ড নকল করে জালিয়াতি, অনলাইন ব্যাংকিং জালিয়াতি ধরনের অপরাধের সংখ্যা কমেছে ইন্টারনেট/কার্ড জালিয়াতির হার ৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭১ কোটি রুপিতে ব্যাংকগুলোকে ম্যাগনেটিক স্ট্রাইপ থেকে সরে এসে ইএমভি চিপভিত্তিক কার্ড চালু করতে চাপ দিচ্ছে আরবিআই এতেই ভালো ফল পাওয়া গেছে, কেননা ইএমভি চিপভিত্তিক কার্ড অনেক বেশি নিরাপদ

প্রতিবেদন থেকে আরো জানা যাচ্ছে, ডিপোজিট জালিয়াতি আগের বছরের ৪৫৭ কোটি রুপি থেকে কমে ২০১৯ অর্থবছরে দাঁড়িয়েছে ১৪৭ কেটি রুপিতে আরবিআইয়ের কঠোর কেওয়াইসি (নো ইওর কাস্টমার) নিয়মকানুনগুলো যে ব্যাংকগুলো বেশ ভালোভাবে অনুসরণ করছে, ডিপোজিট জালিয়াতি কমা তাই নির্দেশ করছে

অন্যদিকে, আরবিআইয়ের ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি প্রতিবেদনে (এফএসআর) বলা হচ্ছে, ২০১৯-২০ অর্থবছরের প্রথমার্ধে দশমিক ১৩ ট্রিলিয়ন রুপির জালিয়াতির কথা জানিয়েছে ব্যাংকগুলো, যার ৯৭ দশমিক শতাংশ আগের অর্থবছরের জালিয়াতি ঘটনার সময়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন