কুমিল্লা ওয়ারিয়র্সের পঞ্চম হার

‘রাজসিক’ রয়্যালস

ক্রীড়া প্রতিবেদক

 বঙ্গবন্ধু বিপিএলে দারুণ গতিতে এগিয়ে যাচ্ছে রাজশাহী রয়্যালস এবার তারা হারাল কুমিল্লা ওয়ারিয়র্সকে রাজশাহীর ১৯০ রানের পেছনে ছুটতে গিয়ে ১৭৫ রানে থেমে যায় কুমিল্লা এটি ষষ্ঠ ম্যাচে রাজশাহীর পঞ্চম জয় অন্যদিকে এই হারে আরো বিপর্যস্ত অবস্থায় পড়ে গেল কুমিল্লা সাত ম্যাচে এটি তাদের পঞ্চম হার

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে কুমিল্লার শুরুটা ছিল নড়বড়ে দলীয় ২৬ রানেই ফিরে যান ওপেনার রবিউল ইসলাম রবি তাকে সাজঘরের পথ দেখান ফরহাদ রেজা ১৫ বল খেলে রবির অবদান মাত্র ১২ রান বড় লক্ষ্য তাড়ায় কুমিল্লার অন্যতম ভরসা ছিলেন ডেভিড মালান কিন্তু এদিন মালানও বড় কিছু করে দেখাতে পারেননি মাত্র রান করে আউট হন তাকে শোয়েব মালিকের ক্যাচ বানিয়ে রাজশাহীকে বড় সাফল্য এনে দেন রাসেল তখন কুমিল্লার সংগ্রহ ২৯/ সেখান থেকে স্টিয়ান ফন জিল সৌম্য সরকার শুরু করেন ইনিংস মেরামতের কাজ বিশেষ করে সৌম্যর মারমুখী  ব্যাটিং আশা জাগায় কুমিল্লার জন্য তবে অন্য প্রান্তে তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি জিল (২১) তাকে বোল্ড করে রাজশাহীকে ব্রেক থ্রু এনে দেন মালিক এরপর সৌম্যর সঙ্গে জুটি গড়েন সাব্বির রহমান দুজন মিলে চেষ্টা করলেও ততক্ষণে ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে পড়ে কুমিল্লা দলীয় ১২৭ রানে ফিরে যান সাব্বির ২৩ বলে ২৫ রান করে মোহাম্মদ ইরফানের বলে ক্যাচ দেন রাসেলকে প্রান্ত আগলে হারা ম্যাচে কিছুটা বিনোদন দেন সৌম্য ২০ ওভার শেষে কুমিল্লা থামে উইকেটে ১৭৫ রানে ৪৮ বলে চার ছক্কায় সৌম্য অপরাজিত থাকেন ৮৮ রানে বলে ১৬ রান করেন ডেভিড উইজে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন