তিন মাসের শীর্ষে জ্বালানি তেলের দাম

বণিক বার্তা ডেস্ক

 টানা চার সপ্তাহ জ্বালানি তেলের বাজার চাঙ্গা রয়েছে মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় শুক্রবার জ্বালানি পণ্যটির দাম তিন মাসের সর্বোচ্চ পৌঁছেছে খবর রয়টার্স

শুক্রবার আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট বিক্রি হয়েছে প্রতি ব্যারেল ৬৮ ডলার ১৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২৪ সেন্ট বেশি একই সঙ্গে গত সেপ্টেম্বরের মাঝামাঝির পর থেকে সর্বোচ্চ ২০১৮ সালের শেষ দিক থেকে পর্যন্ত ব্রেন্টের দাম ২৭ শতাংশের মতো বেড়েছে

একই দিনে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাসের (ডব্লিউটিআই) দাম পড়েছে ব্যারেলপ্রতি ৬১ ডলার ৭২ সেন্ট, যা আগের দিনের তুলনায় সেন্ট বেশি একই সঙ্গে ডব্লিউটিআইর দামও তিন মাসের সর্বোচ্চে পৌঁছেছে

সম্প্রতি ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (আইইএ) জ্বালানি তেলের ওপর প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রত্যাশার তুলনায় পণ্যটির মজুদ অনেক কমেছে এদিকে চীনের সঙ্গে দেশটির দীর্ঘদিনের বাণিজ্যযুদ্ধ প্রশমনের পথে এগাচ্ছে, যা দেশটির অর্থনৈতিক চাঙ্গাভাবের আভাস দিচ্ছে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের আদর্শ বাজারে জ্বালানি তেলের দাম বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী রয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন