সোমালিয়ায় গাড়ি বোমা হামলা, নিহত কমপক্ষে ২০

বণিক বার্তা অনলাইন

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে এক গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় সকালের দিকে রাজধানীর একটি ব্যস্ততম মোড়ের চেকপয়েন্টে এই বিস্ফোরণ ঘটে। খবর বিবিসি।

ধ্বংসাত্মক বিস্ফোরণটিতে ২০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহাম্মদ। এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ‘ঘটনাস্থলে এত বেশি মৃতদেহ আমি পড়ে থাকতে দেখেছি যে তা গণনা করা আমার জন্য খুব কঠিন ছিল।’

এখনও কোনও গোষ্ঠী বোমা হামলার দায় স্বীকার করেনি তবে আল-শাবাব জঙ্গিরা এখানে প্রায়শই হামলা চালিয়ে থাকে।

সোমালিয়ার একজন সংসদ সদস্য মোহাম্মদ আবদিরিজাক মৃত্যুর সংখ্যা ৯০ এরও বেশি বলে ধারণা করেন। তবে তিনি যে তথ্য পেয়েছিলেন তা স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রাক্তন অভ্যন্তরীণ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘সৃষ্টিকর্তা এই বর্বর হামলার শিকার মানুষের প্রতি দয়া করুন।’

গত তিন দশক ধরে দেশটির গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে নারী ও শিশুসহ শতাধিক বেসামরিক নাগরিক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন