টেসলার সাংহাই কারখানায় বিনিয়োগ

চীনের কয়েকটি ব্যাংক থেকে ১২৯ কোটি ডলার ঋণ

চীনের কয়েকটি ব্যাংক থেকে মেয়াদি ঋণ হিসেবে ৯০০ কোটি ইউয়ান বা ১২৯ কোটি ডলার নিশ্চিত করেছে টেসলা বৃহস্পতিবার একটি নীতিনির্ধারণী ঘোষণায় তথ্য নিশ্চিত হয়েছে

যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানিটি আরো জানায়, আরো ২২৫ কোটি ইউয়ান রিভলভিং ঋণের ব্যাপারেও কথা হয়েছে উভয় ঋণই টেসলার সাংহাই কারখানায় বিনিয়োগ করা হবে

নীতিনির্ধারণী ঘোষণায় যে ব্যাংকগুলোর ঋণের কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে চায়না কনস্ট্রাকশন ব্যাংক, এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না, সাংহাই পুদং ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না

সাংহাই কারখানায় নির্মাণ উৎপাদনের পাশাপাশি ঋণের অর্থ ৩৫০ কোটি ইউয়ান বকেয়া ঋণ শোধে ব্যবহূত হবে, যা আগামী মার্চ পরিশোধ করার কথা ছিল

যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম কোনো বিদেশী কারখানায় গাড়ি নির্মাণের মাধ্যমে ওয়াশিংটনের উচ্চ শুল্ক এড়ানো এবং বিশ্বের সবচেয়ে বৃহত্তম গাড়ি বাজারে প্রবেশ করতে চাইছে টেসলা               সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন