পরিবেশবান্ধব ব্যাটারি বানিয়েছে আইবিএম

বণিক বার্তা ডেস্ক

 লিথিয়াম আয়ন ব্যাটারির বিকল্প তৈরির চেষ্টা চলছে বহুদিন ধরেই কারণ ধরনের ব্যাটারিতে এমন কিছু মূল্যবান ধাতু ব্যবহার করা হয়, যেগুলোর মজুদ সীমিত তাছাড়া এসব ধাতু দ্রুত পরিবর্তনশীল এবং নষ্ট হয়ে যাওয়ার আগে বিস্ফোরণের ঝুঁকি থাকে পাশাপাশি ধরনের ব্যাটারি এমনিতেই ক্রমে চার্জ হারায়

পরিবেশ দূষণসহ এসব নানা ইস্যুর সম্ভাব্য একটি সমাধান সূত্র দেখিয়েছে আইবিএম আইবিএমের গবেষকদের উদ্ভাবিত ব্যাটারির বিভিন্ন উপাদান সংগ্রহ করা হয়েছে সমুদ্রের পানি থেকে তাছাড়া লিথিয়াম আয়ন ব্যাটারির মতো কোবাল্ড নিকেলের বদলে ক্যাথোডে (তড়িৎ দ্বার) নতুন ধরনের একটি ইলেকট্রোলাইট (তড়িৎ বিশ্লেষ্য) ব্যবহার করা হয়েছে

ইলেকট্রোলাইটটি বিশেষ ধরনের হওয়ায় শর্টসার্কিট হওয়ার আশঙ্কা কম ফলে ব্যাটারি আগুনে ফেললেও বিস্ফোরণ ঘটবে না

অবশ্য ব্যাটারির বাণিজ্যিক উৎপাদন এখনই সম্ভব নয় কারণ বিষয়টি এখনো গবেষণাধীন ব্যাটারির উন্নয়নে আইবিএমের গবেষণা বিভাগ মার্সিডিজ বেঞ্জের গবেষণা বিভাগের সঙ্গে কাজ করবে বলে জানা গেছে ফলে খুব শিগগিরই নতুন প্রযুক্তির ব্যাটারি বাজারে আসার সম্ভাবনা প্রবল

এতে করে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট বা অ্যাপলের ম্যাকবুকে আগুন ধরে যাওয়ার মতো ঘটনা ভবিষ্যতে এড়ানো যাবে বলে আশা করা যায় সূত্র: উবারগিজমো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন