হন্ডুরাসের কফি রফতানি ৪৪% বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

 হন্ডুরাসের কফি রফতানিতে চাঙ্গা ভাব বজায় রয়েছে গত নভেম্বরে দেশটি থেকে পানীয় পণ্যটির রফতানি বেড়েছে ৪৩ দশমিক শতাংশ দেশটির জাতীয় কফি ইনস্টিটিউট আইএইচসিএএফই সম্প্রতি তথ্য নিশ্চিত করেছে খবর রয়টার্স

আইএইচসিএএফইর তথ্য অনুযায়ী, হন্ডুরাস থেকে সর্বশেষ মাসে সব মিলিয়ে লাখ ৬৩ হাজার ৫৪০ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি হয়েছে অক্টোবরে দেশটি থেকে ৮৪ হাজার ব্যাগ কফি রফতানি হয়েছিল

মধ্য আমেরিকার দেশটিতে গত অক্টোবর থেকে ২০১৯-২০ কফি সংগ্রহ মৌসুম শুরু হয়েছে অর্থাৎ চলতি সংগ্রহ মৌসুমের প্রথম দুই মাসে দেশটি থেকে মোট লাখ ৮৪ হাজার ৫২০ ব্যাগ কফি রফতানি হয়েছে, যা আগের মৌসুমের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেশি

তবে আইএইচসিএএফই পূর্বাভাস করেছে, প্রথম দুই মাসে বাড়লেও চলতি মৌসুম শেষে দেশটি থেকে পণ্যটির রফতানি কমবে প্রতিষ্ঠানটির প্রাক্কলন অনুযায়ী, মৌসুমে হন্ডুরাস মোট ৬৫ লাখ ৮০ হাজার ব্যাগ কফি রফতানি করতে পারে, যা আগের মৌসুমের তুলনায় শতাংশ কম ওই সময়ে দেশটি থেকে ৬৮ লাখ ১০ হাজার ব্যাগ কফি রফতানি হয়েছিল সে হিসেবে এবারের মৌসুমে পণ্যটির রফতানি কমতে পারে ১২ লাখ ৩০ হাজার ব্যাগ

আন্তর্জাতিক বাজারে কফির দামে টানা মন্দা ভাব খরা হন্ডুরাসের ক্ষুদ্র মাঝারি চাষীদের পণ্যটি আবাদে অনাগ্রহ তৈরি করছে; যা রফতানি কমাতে প্রভাব ফেলবে বলে জানান আইএইচসিএএফইর সহসভাপতি দেগোবার্তো সুয়াজো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন