হাওড়ে বাঁধ নির্মাণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: পরিকল্পনামন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি সুনামগঞ্জ

হাওড়ে ফসল রক্ষাবাঁধ নির্মাণে কোনো অনিয়ম হলে সহ্য করা হবে না। অনিয়ম করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, অনিয়ম দুর্নীতি আগের তুলনায় অনেকটা কমে এসেছে। এবারো যদি কোনো দুর্নীতি অনিয়ম হয়, তাহলে তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

গতকাল বিকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাচিভাঙ্গা হাওড়ে হাওড় রক্ষা বাঁধ নির্মাণকাজ উদ্বোধনকালে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

এমএ মান্নান বলেন, কোনো অনিয়মের ভয়ে আমরা হাওড়ের বাঁধ নির্মাণের কাজ বন্ধ রাখব না। অনিয়ম হতে পারে কিছু মন্দ লোকের হাতে। যেকোনো ধরনের অনিয়ম আমাদের নজরে এলে তাত্ক্ষণিক ব্যবস্থা নেব। তবে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যেকোনো মূল্যে হাওড়ের বাঁধ নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।

বাঁধ নির্মাণকাজের বিল প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে বাঁধ নির্মাণকাজ করলে বিল পেতে কোনো বেগ পেতে হবে না। নির্ধারিত সময়ে বিল পরিশোধ করা হবে। কাজের গুণগত মান বজায় রেখে বাঁধের সংস্কার নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন তিনি।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নেছার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) সমশাদ বেগম, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির চৌধুরী প্রমুখ।

এর আগে দুপুরে তিনি সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন