ইপিজেডের কারখানায় সাব-কন্ট্রাক্টের শর্ত শিথিল চায় পোশাক খাত

নিজস্ব প্রতিবেদক

 রফতানিমুখী শিল্প প্রস্তুত রফতানিকারকদের জন্য দেশে রয়েছে আটটি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) অঞ্চলের কারখানাগুলোর সঙ্গে ইপিজেডের বাইরের কারখানাগুলোর মধ্যে সাব-কন্ট্রাক্ট পদ্ধতিতে কাজ হয় কিন্তু এক্ষেত্রে কিছু শর্ত পরিপালন করতে হয় এসব শর্ত শিথিল করার অনুরোধ জানিয়েছে পোশাক খাতসংশ্লিষ্ট মালিক সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)

বিজিএমইএ নেতারা সম্প্রতি শুল্ক বন্ড-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে জটিলতা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনায় মিলিত হন সভায় ইপিজেডের কারখানাগুলোর সঙ্গে ইপিজেডের বাইরের কারখানাগুলোর সাব-কন্ট্রাক্ট পদ্ধতির শর্ত জটিলতার বিষয়টি উত্থাপন করা হয়, যার পরিপ্রেক্ষিতে শর্ত শিথিলের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এনবিআর প্রতিনিধিরা

জানা গেছে, রফতানিমুখী তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ইপিজেডের প্রতিষ্ঠানের সাব-কন্ট্রাক্ট, কুইলটিং, স্টোনওয়াশ, ফ্যাব্রিক্স রি-প্রসেসিং, তৈরি পোশাকে আইলেট সংযোজন, এমব্রয়ডারি, প্রিন্টিংসহ নানাবিধ কাজ সম্পাদনের জন্য অস্থায়ী বন্ড অনুমোদন নিতে হয়, যা প্রদান করে বন্ড কমিশনারেট

অনুমোদনপ্রাপ্তির শর্তপূরণ নিয়মকানুন প্রতিপালন করা সময়সাপেক্ষ এবং জটিল বলে দাবি করছেন পোশাক খাতসংশ্লিষ্টরা তাদের মতে, বিদেশী ক্রেতা নির্ধারিত লিড টাইমের মধ্যে পোশাক রফতানির লক্ষ্যে দ্রুত কার্যক্রম সম্পাদনের জন্য প্রয়োজনীয় অনুমোদন দ্রুততার সঙ্গে দেয়া প্রয়োজন

খাতসংশ্লিষ্টদের দাবি, ইপিজেডের বাইরে দুটি বন্ডের প্রতিষ্ঠানের মধ্যে সাব-কন্ট্রাক্ট কার্যক্রম সম্পাদনের জন্য ইন্টার-বন্ড জারির ক্ষমতা বিজিএমইএকে দেয়া আছে, যা পরিপালনও হচ্ছে যথাযথভাবে এদিকে ইপিজেডের প্রতিষ্ঠানের সঙ্গে বাইরের প্রতিষ্ঠানের অস্থায়ী আন্তঃবন্ডের অনুমোদন বর্তমানে সংশ্লিষ্ট বন্ড কমিশনারেট থেকে দেয়া হচ্ছে প্রেক্ষাপটে রফতানি কার্যক্রমে গতি আনার জন্য ইপিজেডের প্রতিষ্ঠানের সঙ্গে ইপিজেডের বাইরের বন্ডেড প্রতিষ্ঠানের সাব-কন্ট্রাক্টসহ বিভিন্ন কার্যক্রম সম্পাদনের অনুমোদনের ক্ষমতা সংগঠনকে দেয়া যেতে পারে বলে মনে করছে বিজিএমইএ

১৪ ডিসেম্বর এনবিআর চেয়ারম্যান বরাবর একটি চিঠি দেন বিজিএমইএ সভাপতি . রুবানা হক সেখানে তিনি বলেন, সম্প্রতি আপনার দপ্তরের মাধ্যমে ইপিজেডের ভেতরে সহযোগী প্রতিষ্ঠানে সাব-কন্ট্রাক্ট করার জন্য অনুমোদনের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে, যা তৈরি পোশাক রফতানি বাণিজ্যকে জটিল করবে বলে আমরা মনে করি রফতানির বৃহৎ স্বার্থে রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের কার্যক্রমকে সহজীকরণের জন্য ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠানের সাব-কন্ট্রাক্টসহ বিভিন্ন কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে আরোপিত শর্ত প্রয়োগ না করা এবং প্রয়োজনে বিজিএমইএকে ইপিজেডের প্রতিষ্ঠানের সঙ্গে ইপিজেডের বাইরের

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন